ধুলিয়ান পৌর শহরকে প্লাস্টিক মুক্ত করতে তৎপর পৌরসভা। ফজলে এলাহি – ধুলিয়ান ধুলিয়ান পৌর শহরকে প্লাস্টিক মুক্ত করতে তৎপর পৌরসভা। দ্বিতীয় দিনে ও ৭৫ মাইক্রোন এর নিচে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযানে নামল ধুলিয়ান পৌরসভা। আজ সকাল ৯:০০ টায় ধুলিয়ান শিব মন্দির বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করে- বেশ কিছু ছোট- বড় দোকানদাররা নির্দেশিকা না মানার জন্য জরিমানা ৫০ টাকা করে করা হয় । পাশাপাশি তাদের পর্যাপ্ত পরিমাণের প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পৌরসভার আধিকারিকগণ।এরপরেও যদি পৌরসভার নির্দেশ না মানে তাদেরকে পরের দিনে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । প্লাস্টিক ব্যবহার নিষেধাজ্ঞায় অভিযানে নেমে কড়া হুশিয়ারি দেন পৌর কর্তৃপক্ষ।
আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের
অন্যদিকে এক ফল ব্যবসায়ী সাবির আলী জানান যে প্লাস্টিক ব্যবহারের ফলে দিনের পর দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ফলে, পরিবেশ রক্ষার জন্য প্রত্যেক নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব, পৌরসভা নয় এলাকার জনসাধারণকেও এগিয়ে আসতে হবে এ প্লাস্টিক ব্যবহার বন্ধে । ধুলিয়ান পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল হাসনাত জানিয়েছেন – প্রত্যেকদিন পৌর এলাকাগুলিকে কড়া নজরদারি চালানো হবে – শুধু ব্যবসায়িক নন, যারা এই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করবে অর্থাৎ গ্রাহকদের কেও জরিমানা করা হবে।প্রায় এক মাস ধরে চলবে এই অভিযান।আজকের এই প্লাস্টিক বন্ধ অভিযান পরিদর্শন করেন ধুলিয়ান পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল হাসনাত,তৌসিফ রেজা, দেবব্রত, যীশু মন্ডল,গোপী মুর্মুসহ অন্যান্যরা