ধুলোয় ভর্তি জাতীয় সড়ক, অবরোধে তিনটি কলেজের পড়ুয়ারা

ধুলোয় ভর্তি জাতীয় সড়ক, অবরোধে তিনটি কলেজের পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৪ নভেম্বর, বীরভূমের উপর দিয়ে চলে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক যে ভয়াবহ আকার নিয়েছে তা পরিস্ফুটিত স্থানীয় বাসিন্দাদের বারংবার অভিযোগে, পথ অবরোধে। দিন কয়েক আগেই সিউড়ির অরবিন্দপল্লীর মহিলারা সিউড়ির ছুটি লজের কাছে পথে নামে, তার আগে অবরোধ হয়েছে নলহাটিতে। আর আবারও অবরোধ, সিউড়ির পাশে তিলপাড়া ব্যারেজ নিকটস্থ তিনটি কলেজের পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ।

সিউড়ির তিলপাড়া এলাকায় রয়েছে তিনটি সরকারি কলেজ, BIET, শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ ও সরকারি আইটিআই কলেজ। যে কলেজের কয়েক হাজার পড়ুয়া প্রতিদিন এই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করেন পড়াশোনার জন্য। জাতীয় সড়কের ধুলোয় তাদের দুর্বিষহ অবস্থা বলে অভিযোগ। পাশাপাশি এই সমস্ত কলেজের যেসকল ছাত্রাবাসগুলি রয়েছে সেগুলির অবস্থাও ধুলোয় দুর্বিষহ, দুর্বিষহ অবস্থা ছাত্রাবাসে থাকা পড়ুয়াদের। এই ধুলো থেকে রেহাই পেতেই জাতীয় সড়ক অবরোধ।

জাতীয় সড়ক অবরোধের পিছনে জাতীয় সড়কের ধুলো ছাড়াও আরো একটি দাবি রয়েছে পড়ুয়াদের, তা হল এই কলেজ সংলগ্ন বাসস্ট্যান্ডে প্রতিটি বাসই যেন দাঁড় করানোর ব্যবস্থা করা হয়, যাতে করে পড়ুয়ারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কলেজে আসতে পারেন।

পথ অবরোধ শুরু হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। তারা পড়ুয়াদের আশ্বস্ত করেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া।পাশাপাশি যতদিন না জাতীয় সড়ক মেরামত করা হচ্ছে ততদিন দিনে দুবার করে জাতীয় সড়কে জল দেওয়ার প্রতিশ্রুতি মিলে প্রশাসনের তরফ থেকে। এছাড়াও প্রতিটি বাস স্টপেজ দেওয়ার প্রতিশ্রুতিও পাওয়া যায়।প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর ৩০ মিনিট পর জাতীয় সড়ক অবরোধ চালিয়ে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top