জলপাইগুড়ি – উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে, যখন স্থানীয় কয়েকজন যুবক আসন্ন দুর্গাপুজোর আগে ক্লাবের চাঁদা তুলছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে নাথুয়া হাট থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি লরি। চাঁদা আদায়ের জন্য গাড়িটিকে থামানোর চেষ্টা করলে সেটি হঠাৎ ব্রেক না করে পাশ কাটিয়ে চলে যায়। সেই সময় পিছন থেকে আসা একটি বাইক লরির পেছনে ধাক্কা মারে, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে লরিটি দ্রুতগতিতে যেতে গিয়ে এই দুর্ঘটনার কারণ হয়েছে, সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি, ওই এলাকায় কারা গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। চলন্ত গাড়ি থেকে চাঁদা আদায় আইনত অপরাধ হলেও, রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে।
পুলিশ ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যার পর এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল, তার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।
