ধূপগুড়িতে যমুনা ঢাকির যমুনাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়

ধূপগুড়িতে যমুনা ঢাকির যমুনাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ধূপগুড়িতে যমুনা ঢাকির যমুনাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়। ধুপগুড়িতে শ্যামা পুজো ধুমধাম করে পালিত হচ্ছে। গোটা উত্তরবঙ্গের মধ্যে কালীপুজোর নাম রয়েছে ধুপগুড়ির। ঝা চকচকে বৃহৎ আকৃতির মন্ডপ এবং আলোক শয্যায় সজ্জিত হয় ধুপগুড়ি। সমগ্র উত্তরবঙ্গের মানুষজন ধুপগুড়ি শহরের শ্যামা পূজার উৎসব দেখতে আসেন। কয়েকটি বড় বড় ক্লাব বিগ বাজেটের পূজা করে থাকেন। যার মধ্যে রয়েছে, সুহৃদ সংঘ পাঠাগারের পূজো।

 

সুহৃদ সংঘ পাঠাগারের এবার ৩৮ তম শ্যামাপুজো। এ বছর দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরের আদলে মন্ডপ তৈরি হয়েছে। ফাইবার ও জিপি সিট দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। মন্ডপের দৈর্ঘ্য ৯৫ ফিট এবং উচ্চতা প্রায় ৯০ ফুটের কাছাকাছি। শনিবার রাতে সুহৃদ সংঘ পাঠাগারের শ্যামা পূজার উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী যমুনা ঢাকির যমুন। যমুনা ঢাকিকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান রাস্তার দু’ধারে। কয়েক হাজার মহিলা যমুনা ঢাকিকে দেখতে আসেন।

আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

মঞ্চে ঢাক বাজান যমুনা ঢাকি এতেই উৎসাহে ফেটে পড়েন তার ভক্তরা। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকে। করতালিতে মুখরিত হয় সমগ্র ক্লাব চত্বর। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ধুপগুড়ি পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধুপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস , পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশচন্দ্র মজুমদার, বর্ষিয়ান তৃণমূল নেতা অশোক বর্মন, সমাজসেবী ইভান দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধূপগুড়িতে যমুনা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top