ধূপগুড়িতে ২২শে ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা। ধূপগুড়িতে এবছর অনুষ্ঠিত হবে জেলা বইমেলা।আগামী ২২ শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ধূপগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৩৪ তম জলপাইগুড়ি জেলা বইমেলা।বইমেলা উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি পুরসভা ভবনে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এদিনের সভায় মূলত বই মেলা পরিচালনার ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে ও কিভাবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় আলোচনা করা হয়েছে।এদিন বৈঠক শেষে জেলা প্রশাসনের আধিকারিকরা পুর ময়দান পরিদর্শন করেন।
বইমেলায় বইয়ের সম্ভার উপস্থিত হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রকাশকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,প্রায় ৭৫ টি স্টল থাকার কথা রয়েছে।এমনকি প্রতিদিন মেলার অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।এবছর জেলা বইমেলা ধূপগুড়িতে অনুষ্ঠিত হওয়ায় খুশি হাওয়া বইতে শুরু করছে বই প্রেমীদের মধ্য।
এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, জেলা গ্রন্থাগারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন,ভাইস চেয়ারম্যান, প্রশাসক মন্ডলীর সদস্য সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুন – শুভেন্দুর বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতির অভিযোগ
উল্লেখ্য, ধূপগুড়িতে এবছর অনুষ্ঠিত হবে জেলা বইমেলা।আগামী ২২ শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ধূপগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৩৪ তম জলপাইগুড়ি জেলা বইমেলা।বইমেলা উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি পুরসভা ভবনে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা।এদিনের সভায় মূলত বই মেলা পরিচালনার ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে ও কিভাবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় আলোচনা করা হয়েছে।এদিন বৈঠক শেষে জেলা প্রশাসনের আধিকারিকরা পুর ময়দান পরিদর্শন করেন।
বইমেলায় বইয়ের সম্ভার উপস্থিত হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রকাশকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,প্রায় ৭৫ টি স্টল থাকার কথা রয়েছে। এমনকি প্রতিদিন মেলার অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবছর জেলা বইমেলা ধূপগুড়িতে অনুষ্ঠিত হওয়ায় খুশি হাওয়া বইতে শুরু করছে বই প্রেমীদের মধ্য।
এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, জেলা গ্রন্থাগারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, প্রশাসক মন্ডলীর সদস্য সহ বিশিষ্টজনেরা।