ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে ঠান্ডা জলের ফিল্টার ও প্রজেক্টার প্রদান একাধিক বিদ্যলয়ে। শিক্ষক দিবসে শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একাধিক বিদ্যালয়ে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় জলের ফিল্টার ও প্রোজেক্টার। উল্লেখ্য ব্লকের একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা পরিস্রুত পানীয় জল পাচ্ছিলেন, কিন্তু সেই সুবিধা স্কুলের পড়ুয়ারা পাচ্ছিলেন না, এই অনুভূতি বিদ্যলয়ের শিক্ষক শিক্ষিকাদের মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
কিন্তু স্কুলের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ভরসা একমাত্র ছিল একমাত্র ব্লক প্রশাসন। শিক্ষক শিক্ষিকাদের সেই ভরসাকে মান্যতা দিয়ে শিক্ষক দিবসে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য উপহার দিলো ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি। সোমবার শিক্ষক দিবসের বিশেষ দিনে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও দপ্তরের জলঢাকা মিটিং হলে ব্লকের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্মান করা হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারী কে তীব্র কটাক্ষ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের
পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কারোর হাতে বিদ্যালয়ের জন্য তুলে দেওয়া হলো পরিশ্রুত ঠান্ডা পানীয় জল প্রদানকারী ফিল্টার আবার কোন কোন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হলো আধুনিক পড়াশোনার ডিজিটাল ক্লাসের জন্য প্রজেক্টার। ধূপগুড়ি ব্লকের ১০টি বিদ্যালয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় প্রজেক্টার ও ব্লকের ৯টি বিদ্যালয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জলের ফিল্টার। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস, শিক্ষা কর্মদক্ষ শ্যামল রায় সহ ব্লকের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।