বিনোদন – প্রায় ৯ বছর পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর শেষ ছবি ‘ধূমকেতু’। আগামী ১৪ অগাস্ট মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকা, যদিও তাঁদের একসঙ্গে এখনো দেখা যায়নি।
সম্প্রতি ছবির প্রথম গানটি প্রকাশ পেয়েছে। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি মুক্তি পেতেই ভাইরাল হয়। এই গানেই রিল বানালেন দেব, তবে সঙ্গে শুভশ্রী নয়, বরং অফস্ক্রিন সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গাড়ির ভেতরেই দেব গানের পুরুষ অংশটি গেয়েছেন, আর শ্রেয়ার অংশটিতে রিল বানিয়েছেন রুক্মিণী।
দেব ও রুক্মিণী রিলের শেষে দর্শকদের স্মরণ করিয়ে দেন যে ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এই ছবিতে দেব-শুভশ্রীকে শেষবারের মতো অনস্ক্রিনে জুটি বাঁধতে দেখা যাবে। শুভশ্রী সম্প্রতি ছবির ডাবিং শেষ করেছেন। দর্শকদের আশা, ছবির প্রিমিয়ারের দিন দুজনকে একসঙ্গে প্রচারে দেখা যাবে।



















