বিনোদন – ‘ধূমকেতু’র সাফল্যের পর নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচার প্রস্তুতিতে ব্যস্ত টলিপাড়ার সুপারস্টার দেব। এর মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও চলছে চর্চা—দেব-শুভশ্রীর নতুন বন্ধুত্ব থেকে শুরু করে দেব-ঈধিকা সম্পর্কের গুঞ্জন, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। তবে এই ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন দেবের প্রেয়সী রুক্মিণী মৈত্র। বর্তমানে মুম্বইয়ে থাকা অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে রুক্মিণীর ক্লান্ত মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। গোলাপি পোশাক ও হাতে হিরের আংটি পরা অবস্থায় নায়িকা জানিয়েছেন, তাঁর ১০২ ডিগ্রি জ্বর। গত কয়েক মাস ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি—কখনও চোট, কখনও অসুস্থতা। কয়েক মাস আগে একবার হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল।
বর্তমানে মুম্বইয়ে ওয়ার্কশপ ও মডেলিংয়ের কাজের জন্যই রয়েছেন রুক্মিণী। মাঝে দেবও মুম্বইয়ে গিয়েছিলেন তাঁর রাগ ভাঙাতে। তবে এখন রুক্মিণীর সময়টা ভালো যাচ্ছে না। টলিপাড়ায় যদিও দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, তারকা যুগল এ বিষয়ে মুখ খোলেননি।
