আবাস যোজনার লিষ্টে ধূলিয়ান টাউন তৃণমূল সভাপতির স্ত্রীর নাম! আবাস যোজনার লিষ্টে ধূলিয়ান টাউন তৃণমূল সভাপতির স্ত্রীর নাম! সোশ্যাল মিডিয়ায় লিস্ট ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধূলিয়ানে। যদিও ভাইরাল হওয়া ওই লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার নয়, ২০১৬ সালের হাউজিং ফর স্কিমের বলেই দাবি করেছেন ধূলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম। নাম থাকলেও ঘরের টাকা নেননি বলেই চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। যদিও আবাস যোজনার লিস্টে নাম নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লিস্ট ভাইরাল হয়েছে। যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট বলেই প্রচারিত হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ধূলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির স্ত্রীর শাহিনা সুলতানার নাম। আর যা ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বড় বড় বিল্ডিং থাকার পরেও স্বজন পোষন ও ক্ষমতার জোরে ওই তৃণমূল নেতা নিজের পরিবারের সদস্যদের নাম আবাস যোজনার লিস্টে তুলেছেন বলেই কটাক্ষ করেছে বাম বিজেপি। যদিও সেই লিস্ট ২০১৬ সালের হাউজিং ফর স্কীম প্রকল্পের বলে দাবি করেছেন মেহবুব আলম। নাম থাকলেও ওই প্রকল্পের টাকা তিনি নেননি বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন টাউন তৃণমূল সভাপতি।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
যদিও আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের পাহাড় দেখা যাচ্ছে। আবাস যোজনায় সামশেরগঞ্জ ব্লকের একাধিক তৃণমূল মেম্বারের নাম, সিপিআই এম এরিয়া কমিটির বাবার নাম ,এবার ভাইরাল তৃণমূলের টাউন সভাপতির স্ত্রীর নাম। ইতিমধ্যে একাধিক অভিযোগ ওঠে আসায়।আবাস যোজনার নামের তালিকা, নতুন ভাবে ক্ষতিয়ে দেখার দাবি করছেন সামশেরগঞ্জবাসী। আবাস যোজনা নিয়ে সামশেরগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডা মহাশয় কোনো রকম প্রতিক্রিয়া দেননি।