নিজস্ব সংবাদদাতা, কলকাতা,৭ই নভেম্বর, ক্রমশ ধেয়ে আসছে ‘বুলবুল’ ঘূর্ণিঝড়। ২৪ ঘন্টার মধ্যেই উত্তাল হবে সমুদ্র, সতর্ক জানাল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের গভীরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসবে, আলিপুর আবহাওয়ার দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
নিম্নচাপের অবস্থান এদিন বিকেল তিনটে নাগাদ কলকাতা থেকে ৯৩০ কিলোমিটার দূরে ছিল। সেটি ঘূর্ণিঝড়ের আকার নিলে ‘বুলবুল’ নামে পরিচিত হবে। এই নাম পাকিস্তানের দেওয়া। এ দিন মধ্যরাতে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণঝড়ের আকার নেবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালের দিকে তা আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। শনিবার তা অতি ভয়ঙ্কর রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। যদিও আলিপুরের আবহাওয়া বিজ্ঞানীরা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না, ঠিক কোন জায়গায় বুলবুল আছড়ে পড়বে। তার গতিবেগই বা কত থাকবে তা নিয়েও স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস। তবে দিঘা উপকূলে সতর্কতা জারি করেছে।