খেলা – ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলের অল-ফর্ম্যাট মেন্টর হিসেবে দেখতে চাইছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী, বোর্ড ধোনির নেতৃত্বগুণ এবং বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই ভবিষ্যতের জন্য পুরুষ ও মহিলা দল এবং তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতিতে ধোনির অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।
এই প্রস্তাব অনুযায়ী, মেন্টরের ভূমিকায় ধোনির দায়িত্ব শুধু সিনিয়র পুরুষ দলেই সীমাবদ্ধ থাকবে না, বরং মহিলা ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধির দিকেও তিনি নজর দেবেন। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাও তার অন্যতম প্রধান কাজ হবে। উল্লেখযোগ্যভাবে, এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি স্বল্প সময়ের জন্য ভারতীয় দলের মেন্টরের ভূমিকা পালন করেছিলেন। বোর্ডের বিশ্বাস, এবার পূর্ণকালীন মেন্টর হিসেবে ধোনি আরও কার্যকরী প্রমাণিত হতে পারেন।
তবে ধোনি এই দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। সূত্রের খবর, গৌতম গম্ভীরের নামই এর বড় কারণ। যতদিন গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকবেন, ততদিন ধোনি তার সঙ্গে কোনো দায়িত্ব ভাগ করে নিতে রাজি নন। খেলোয়াড় জীবনে ধোনি ও গম্ভীরের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্যই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, ধোনি বর্তমানে মেন্টরের ভূমিকার চেয়ে আসন্ন আইপিএল মরশুমের প্রস্তুতিতেই বেশি মনোযোগ দিচ্ছেন। ২০২৫ সালের আইপিএলে তার অংশগ্রহণ নিশ্চিত নয়। ধোনি একাধিকবার বলেছেন, আইপিএল খেলা বা না খেলার সিদ্ধান্ত তার শরীরের উপর নির্ভর করছে, তার নিজের ইচ্ছার উপর নয়। ফিটনেস কেমন থাকে, তার উপরই নির্ভর করছে আগামী মরশুমে তার মাঠে নামা।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, “ডাক্তার আমাকে বলেছেন, আমি আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারি, তবে সেটা শুধু চোখ দিয়ে। শরীরের ফিটনেস নিয়ে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আর আমি তো চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।” এই মন্তব্যে স্পষ্ট, ধোনি আপাতত নিজের ফিটনেস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই বেশি ব্যস্ত, মেন্টরের ভূমিকায় আসার সম্ভাবনা এখনই খুবই ক্ষীণ।
