সীমান্তে নকল ফেনসিডিল স্টিকার লেবেল, চারচাকা গাড়ি সহ গ্রেফতার ১,

সীমান্তে নকল ফেনসিডিল স্টিকার লেবেল, চারচাকা গাড়ি সহ গ্রেফতার ১,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সীমান্তে নকল ফেনসিডিল স্টিকার লেবেল, চারচাকা গাড়ি সহ গ্রেফতার ১, বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। এদিন একটি চারচাকা গাড়ি তার মধ্যে ৯০, বোতল ফেনসিডিল স্টিকার উদ্ধার। ১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় হাকিমপুর আসতেই ঝন্টু গাজী নামে এক পাচারকারী। বাড়ি হাকিমপুর তার গাড়ির মধ্যে থেকে নকল ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে, সঙ্গে প্রচুর নকল স্টিকার লেবেল উদ্ধার করেছে বিএসএফ। গাড়ি সহ ধৃত পাচারকারীদের স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে।

 

উদ্ধার হওয়া নকল ফেনসিডিলগুলো তেতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে। এই গুলো কিভাবে সীমান্তে আসলো আর কেনই বা পেন্সিলের গায়ে কোন লেভেল ছিল না এইটা নিয়ে একাধিক প্রশ্নের জন্য উঠেছে। তাহলে কি নকল ফেনসিডিলের স্টিকার লাগিয়ে পাচার করার চেষ্টা সবটাই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের 22 জন ছাত্র-ছাত্রী

উল্লেখ্য, বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। এদিন একটি চারচাকা গাড়ি তার মধ্যে ৯০, বোতল ফেনসিডিল স্টিকার উদ্ধার। ১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় হাকিমপুর আসতেই ঝন্টু গাজী নামে এক পাচারকারী। বাড়ি হাকিমপুর তার গাড়ির মধ্যে থেকে নকল ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে, সঙ্গে প্রচুর নকল স্টিকার লেবেল উদ্ধার করেছে বিএসএফ।

 

গাড়ি সহ ধৃত পাচারকারীদের স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া নকল ফেনসিডিলগুলো তেতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে। এই গুলো কিভাবে সীমান্তে আসলো আর কেনই বা পেন্সিলের গায়ে কোন লেভেল ছিল না এইটা নিয়ে একাধিক প্রশ্নের জন্য উঠেছে। তাহলে কি নকল ফেনসিডিলের স্টিকার লাগিয়ে পাচার করার চেষ্টা সবটাই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top