নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর, এবার দিন দুপুরে তৃণমূলের পার্টি অফস থেকে প্রায় ২৫ টি চেয়ার চুরি করে নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। খড়্গপুরের কৌশল্যাতে মুখ্যমন্ত্রীর সভার দিন এক যুবক নিজেকে সিভিক পুলিশের পরিচয় দিয়ে খড়্গপুরের কৌশল্যায় ২৫ নং পার্টি অফিসের সব চেয়ার নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাটি নিয়ে খড়্গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওয়ার্ড কমিটির সভাপতির তরফ থেকে। ঘটনার ছবিও ধরা পড়েছে ওই চত্বরে থাকা এক সংস্থার সিসিটিভিতে। সিসিটিভির ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিন দুপুরে খোদ শাসক দলের পার্টি অফিস থেকে এভাবে চেয়ার নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য স্রৃষ্টি হয়েছে।