নকল সোনার ঘড়ি দেখিয়ে কেপ মারির চেষ্টা করতে গিয়ে ধৃত ২ ব্যক্তি। কেপ মারির দৌরাত্ম বেড়েছে বহরমপুরে। নকল সোনার বিস্কুট সোনার ঘড়ি দেখিয়ে মোটা টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন হাতানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর কদমতলা সংলগ্ন এলাকায় দুই কেপমার নকল সোনার ঘড়ির লোভ দেখিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়। বেলডাঙ্গার যুবক ইরফান শেখ জানিয়েছেন, তারা দুই বন্ধু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে।
সেই সময় চুয়াপুর কদমতলা এলাকায় দুই কেপমার তাদেরকে বলে তাঁদের কাছে একটি সোনার ঘড়ি আছে। সেটা তারা বিক্রি করবে। এবং তারা মোবাইল ফোন দিয়ে ঘড়িটা নিয়ে নেয়। কেপমারের টিমে থাকা অন্য আরও দুই কেপমার মোবাইল নিয়ে চম্পট দেয়। পরে কেপমারের স্বীকার ঐ দুই যুবকের ডাকাডাকিতে স্থানীয়রা ছুটে এসে দুই কেপমারকে আটকে রেখে মারধোর করে।এবং বহরমপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই কেপমারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য গত কয়েকদিন আগে এক মহিলাকে সোনার বিস্কুটের লোভ দেখিয়ে সোনার কানের ও টাকা নিয়ে চম্পট দেয় কেপমারেরা। যদিও পড়ে বহরমপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
উল্লেখ্য, কেপ মারির দৌরাত্ম বেড়েছে বহরমপুরে। নকল সোনার বিস্কুট সোনার ঘড়ি দেখিয়ে মোটা টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন হাতানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর কদমতলা সংলগ্ন এলাকায় দুই কেপমার নকল সোনার ঘড়ির লোভ দেখিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়। বেলডাঙ্গার যুবক ইরফান শেখ জানিয়েছেন, তারা দুই বন্ধু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে। সেই সময় চুয়াপুর কদমতলা এলাকায় দুই কেপমার তাদেরকে বলে তাঁদের কাছে একটি সোনার ঘড়ি আছে। সেটা তারা বিক্রি করবে।
এবং তারা মোবাইল ফোন দিয়ে ঘড়িটা নিয়ে নেয়। কেপমারের টিমে থাকা অন্য আরও দুই কেপমার মোবাইল নিয়ে চম্পট দেয়। পরে কেপমারের স্বীকার ঐ দুই যুবকের ডাকাডাকিতে স্থানীয়রা ছুটে এসে দুই কেপমারকে আটকে রেখে মারধোর করে।এবং বহরমপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই কেপমারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য গত কয়েকদিন আগে এক মহিলাকে সোনার বিস্কুটের লোভ দেখিয়ে সোনার কানের ও টাকা নিয়ে চম্পট দেয় কেপমারেরা। যদিও পড়ে বহরমপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে।