হাওড়ায় নকল ডিওডোরেন্টের হদিস মিললো। পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে হাওড়ার গোলাবাড়িতে নামী কোম্পানির নাম দিয়ে নকল ডিওডোরেন্টের কারবার চলতো বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযানে গোলাবাড়ি থানা এলাকা থেকে নামী কোম্পানির নাম দিয়ে প্রচুর নকল ডিওডোরেন্টের হদিস মিললো।
গোলাবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিভিন্ন নামি কোম্পানির ডিওডোরেন্ট। বৃহস্পতিবার রাতে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের একটি দল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিওডোরেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে অনেকদিন থেকেই অভিযোগ আসছিল গোলাবাড়ি থানা এলাকার আলম মিস্ত্রি লেনের বিভিন্ন কোম্পানির নামে নকল ডিওডোরেন্ট তৈরি এবং বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোলাবাড়ি থানা যৌথভাবে আলম মিস্ত্রি লেনের একটি বাড়িতে বিশেষ অভিযান চালায়।
আর ও পড়ুন জেলে বন্দি পরিবারদের আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ পুত্র
সেখানে গিয়ে জানতে পারা যায় ইব্রার আহমেদ নামে এক ব্যক্তি বিভিন্ন নামি কোম্পানির জাল ডিওডোরেন্ট বেআইনিভাবে তৈরির মূল পান্ডা। এর সঙ্গে যুক্ত ছিলেন কয়েকজন৷ পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে এরা সবাই পালিয়ে যায়।
এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল ডিওডোরেন্ট। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য,হাওড়ায় নকল ডিওডোরেন্টের হদিস মিললো। পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে হাওড়ার গোলাবাড়িতে নামী কোম্পানির নাম দিয়ে নকল ডিওডোরেন্টের কারবার চলতো বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযানে গোলাবাড়ি থানা এলাকা থেকে নামী কোম্পানির নাম দিয়ে প্রচুর নকল ডিওডোরেন্টের হদিস মিললো। গোলাবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিভিন্ন নামি কোম্পানির ডিওডোরেন্ট।
বৃহস্পতিবার রাতে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের একটি দল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিওডোরেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।