দার্জিলিং হেপাটাইটিস নিয়ে নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত

দার্জিলিং হেপাটাইটিস নিয়ে নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দার্জিলিং হেপাটাইটিস নিয়ে নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত।হেপাটাইটিস পরীক্ষা বাড়ানো নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। হেপাটাইটিস প্রজাতি শনাক্তকরন পরীক্ষা চালু করা হতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

 

বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটাইটিস নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের টিম ন্যাশনাল ভাইরাস হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় জরুরী বৈঠক সম্পন্ন করেন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর পার্থ রক্ষিত, ডিসি এডিএনএল ডিরেক্টর সন্ধ্যা কাবরা, ডাঃ পল্লব ভট্টাচার্য্য এস এন ও এনভিএইচসিপি, ডাঃ প্রীতি মদন দলের সদস্য।

আরও পড়ুন – সহকারি তন্তু পাট দিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির এক বিশেষ প্রশিক্ষণ শিবির

জানা গিয়েছে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ওটা জেলার মাসিক ৪০০-৪৫০ হেপাটাইটিস নমুনা পরীক্ষা করা হয়। জেলা ভিত্তিক এই হেপাটাইটিস নমুনার সংখ্যা বাড়িয়ে মাসিক ১০০০করার টার্গেট স্থির করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরোলজি ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান অরুণাভ সরকার জানান চিকিৎসা পরিষেবা নিয়ে অত্যন্ত খুশি দিল্লি প্রতিনিধি দল। ল্যাবের পরিকাঠামো দেখে অত্যন্ত সন্তুষ্ট দিল্লির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

 

মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ল্যাবকে জাতীয় পর্যায়ের ল্যাব হিসেবে উন্নীত করতে চাইছেন তারা। হেপাটাইটিস বি ও সি এর এই দুই প্রজাতির ভারতীয়দের মধ্যে ফের থাবা বসাতে পারে এমনটাই সম্প্রতি আমেরিকার একটি রিসার্চ থেকে উঠে এসেছে ফলত জোর পরোখ করা হচ্ছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের
অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা জানান ৪০০-৪৫০নমুনার মধ্যে বর্তমানে ২-৩জনের মধ্যে হেপাটাইটিসের সংক্রমন পরিলক্ষিত হয়।নমুনা পরিক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেওতা হয়েছে। নজরদারী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top