নজরুলের পূর্নাবয়ব মূর্তির উন্মোচন জামালপুরে। পরাধীনতার কারাগার থেকে ভারতবর্ষকে মুক্ত করতে যার লেখনী বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল সেই বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হল রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় নজরুলের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
এদিন সকালে জামালপুর নেতাজি মাঠ থেকে পুলমাথা পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সেখানে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলমাথা মোড়ে বিদ্রোহী কবির একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং, পূর্তের কর্মধক্ষ ভূতনাথ মালিক।
আর ও পড়ুন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত,অরিন্দম চন্দ, সহ সভাপতি দেবু হেমব্রম, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধক্ষ গণ। নেতাজি ক্লাবের পূরবীর সব পেয়েছি আসরের বাচ্ছারা নৃত্য,গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্রোহী কবিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন পুলমাথা থেকে দাদপুর স্টেশন পর্যন্ত যে পাকা রাস্তাটি রাস্তাটি সম্প্রতি তৈরী করা হয়েছে তা ‘নজরুল সরণি’ নামে নামকরণ করা হয়। প্রসঙ্গত এর আগে ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের একটি পূর্নাবয়ব মূর্তি উন্মোচন করা হয়েছিল। নজরুলের পূর্নাবয়ব