এক নজরে দেখেনিন জাওয়াদ-এর জেরে কোন জেলায় কত কি.মি বেগে বইবে ঝড়? জাওয়াদ-এর জেরে কোন জেলায় কতটা প্রভাব পরবে,কত কি.মি বেগে বইবে ঝড়? গতিপথ পরিবর্তন করে তীব্র গতিতে বাংলার উপকূলবর্তী এলাকার দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ঘূর্ণিঝড় জাওয়াদ এখন বিশাখাপত্তনম থেকে ২৩০ কিলোমিটার ও পুরী থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় শনিবার বিশাখাপত্তনমে ও রবিবার পুরীর কাছে পৌঁছানোর কথা।
বাংলায় আসার আগেই জাওয়াদ পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাব পড়বে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও। এক একটা জেলায় এক এক রকম ঝোড়ো বেগ দেখা যাবে। এক নজরে দেখে নেব, কোন জেলায় এই ঝড়ের প্রভাব কেমন থাকতে পারে বা কত কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলিতে ঝড়ের প্রভাব দেখা যাবে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে।
আর ও পড়ুন তীব্র গতিতে ধেয়ে আসছে জাওয়াদ, এই সময়ে কী করা উচিত আর কি করা উচিত নয়, জানুন
উপকূলের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পশ্চিম বর্ধমান,হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে ৩০ থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে শুধু জেলাগুলিতেই নয়, শহর কলকাতাতেও এর প্রভাব পড়বে। হাওয়া অফিসের পূর্বভাস, কলকাতায় ৩০ থেকে ৪০ কি.মি বেগে হাওয়া বইবে। তা বেড়ে ৫০ কি.মি প্রতি ঘণ্টাও হতে পারে। হালকা বৃষ্টি চলবে সোমবারও।
তবে শুধু ভারতেই নয়, এর প্রভাব পরবে বাংলাদেশেও। এরই মধ্যে এক পূর্বাভাসে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।