নজরে ২০২৪ লোকসভা নির্বাচন- শুরু হল ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ শীর্ষক ক্যাম্পেইন!

নজরে ২০২৪ লোকসভা নির্বাচন- শুরু হল ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ শীর্ষক ক্যাম্পেইন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নজরে ২০২৪ লোকসভা নির্বাচন- শুরু হল ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ শীর্ষক ক্যাম্পেইন! ২০২৪ এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সে জন্য ডিজিটাল প্রচার মাধ্যমই অস্ত্র হয়ে উঠল বাংলার শাসক দলের। সূত্রের খবর,ইতিমধ্যেই খোলা হয়েছে  India Wants Mamata Di নামের একটি বিশেষ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ। এর উদ্বোধন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে লেখা হয়েছে, “ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি (India Wants Mamata Di) একটি কমিউনিটি, যার বিশ্বাস এবং আস্থা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের উপর। তাঁর নীতিতে বিশ্বাসী এই কমিউনিটি।”

 

এছাড়াও, Website Description -এ লেখা হয়েছে, “আমরা চাই ভারতের প্রতিটি নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মত সুদক্ষ প্রশাসক পাক। পশ্চিমবঙ্গে একাধিক জনকল্যাণমূলক নীতি স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।উন্নয়নের জোয়ার এনেছেন তিনি। যাতে তিনি দেশের সার্বিক উন্নয়ন করতে পারেন, সেই জন্য ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ এ তাঁকেই দেখতে চাই আমরা।

আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক

ওই বছরই তিনি নির্বাচনী লড়াইয়ে চার দশক সম্পূর্ণ করছেন।”প্রসঙ্গত,এর আগে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ ক্যাম্পেইন ছিল ২০২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের প্রতীক। এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই, লোকসভা নির্বাচনের আগে India Wants Mamata Di ক্যাম্পেইনের মাধ্যমে তৃণমূল আবারও বিরোধীদের টেক্কা দেবে কিনা সে নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

তবে,তৃণমূলের এই প্রচারের প্রতিক্রিয়া হিসেবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এক জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, “তৃণমূল কংগ্রেস আগেও এই ধরনের প্রচার চালিয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালেও একই ধরনের ক্যাম্পেইন চালানো হয়েছে। বিজেপি -কে দেশ থেকে উচ্ছেদ করার স্লোগানও দেওয়া হয়েছে।কখনও বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। কখনও বলা হয়েছে বিজেপি -কে ধরাশায়ী করার ক্ষেত্রে তিনিই মূল চালিকা শক্তি হতে চলেছেন। কিন্তু, সেইসব শুধু রাজনীতির আসর গরম করেছে।টিএমসি  সবসময় নেট প্র্যাকটিস করে। কিন্তু, খেলার মাঠে নামে না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top