এবার কালীপুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে জলপাইগুড়ির বুর্জ খলিফা

এবার কালীপুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে জলপাইগুড়ির বুর্জ খলিফা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নজর

এবার কালীপুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে জলপাইগুড়ির বুর্জ খলিফা । এবছর জলপাইগুড়ি শহরের শ্যামা পূজার সবচেয়ে আলোচিত পূজা হল গোমস্ত পাড়ার নবারুণ সংঘের শ্যামা পূজা। দুবাইয়ের বুর্জ খলিফা তৈরি করে নবারুণ সংঘ খবরের শীর্ষে চলে এসেছে। দীপাবলির আগে থেকেই তাদের মণ্ডপে দেখা গেছে জনসমুদ্র।

 

উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে এসেছেন। ১০৫ ফুট  উচ্চতা বিশিষ্ট এই বুর্জ খলিফার অনবদ্য লেজার লাইট শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাতের আকাশে শহরের বিভিন্ন এলাকা থেকে সেই লেজার লাইটের বিচ্ছুরণ দেখা গেছে। ভিড় এতটাই ছিল যে অনেকেই সামনে থেকে দেখতে পারেন নি বুর্জ খলিফা। অনেকেই ভিড়ের জন্য এড়িয়ে গেছেন মণ্ডপটি।

 

আর ও পড়ুন    জাঁকিয়ে শীত পড়তে কতদিন বাকি? কি বলছে আবহাওয়া দফতর

 

সেইসব মানুষদের জন্য তুলে ধরা হল শুক্রবার রাতের নবারুণ সংঘের পুজো মণ্ডপের দৃশ্য। দেখুন সেই উপচে পড়া ভিড়ের ছবি। আর অসংখ্য মানুষকে দেখা গেছে নিজেদের মোবাইলে কৃত্রিম বুর্জ খলিফাকে ক‍্যামেরা বন্দি করতে।

 

উল্লেখ্য, এবার কালীপুজোয় দর্শনার্থীদের নজর কেড়েছে জলপাইগুড়ির বুর্জ খলিফা । এবছর জলপাইগুড়ি শহরের শ্যামা পূজার সবচেয়ে আলোচিত পূজা হল গোমস্ত পাড়ার নবারুণ সংঘের শ্যামা পূজা। দুবাইয়ের বুর্জ খলিফা তৈরি করে নবারুণ সংঘ খবরের শীর্ষে চলে এসেছে।

 

দীপাবলির আগে থেকেই তাদের মণ্ডপে দেখা গেছে জনসমুদ্র।  উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে এসেছেন। ১০৫ ফুট  উচ্চতা বিশিষ্ট এই বুর্জ খলিফার অনবদ্য লেজার লাইট শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাতের আকাশে শহরের বিভিন্ন এলাকা থেকে সেই লেজার লাইটের বিচ্ছুরণ দেখা গেছে। ভিড় এতটাই ছিল যে অনেকেই সামনে থেকে দেখতে পারেন নি বুর্জ খলিফা।

 

অনেকেই ভিড়ের জন্য এড়িয়ে গেছেন মণ্ডপটি। সেইসব মানুষদের জন্য তুলে ধরা হল শুক্রবার রাতের নবারুণ সংঘের পুজো মণ্ডপের দৃশ্য। দেখুন সেই উপচে পড়া ভিড়ের ছবি। আর অসংখ্য মানুষকে দেখা গেছে নিজেদের মোবাইলে কৃত্রিম বুর্জ খলিফাকে ক‍্যামেরা বন্দি করতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top