সম্প্রতীর নজির গড়ে কালীপুজো ও দীপাবলি অনুষ্ঠিত হয় এখানে। ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স কে বলা হয় ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ।কারণ এখানে বাস করে ভারতের প্রায় সমস্ত জাতি,উপজাতি ও ধর্মের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যতার সঙ্গে সঙ্গে , ‘বিবিধের মাঝে মিলন মহানে’র প্রকৃত সৌন্দর্যতাই ডুয়ার্সের মানুষের মূল সম্পদ। প্রকৃষ্ট উদাহরণ ভ্রাতৃত্ববোধের।
এই ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা পঞ্চাশ বছর ধরে মানুষের মনে বপন করে কালি পুজো ও দীপাবলির উৎসব আয়োজন করে চলেছে দলসিংপাড়া বাজার শ্যামা পুজো কমিটি। দলসিংপাড়া এলাকায় হিন্দু , মুসলিম, বিহারি,বাঙ্গালী,নেপালি ,আদিবাসী সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টার ফসল এই কালি পুজো। যে পুজো উদ্যোক্তাদের মধ্যে সভাপতি হিন্দু ধর্মালম্বী এবং সহ সম্পাদক মুসলিম ধর্মে বিশ্বাসী ।
আর ও পড়ুন কালীপুজোর বিশেষ দিনে এবছর খুলবে না সীমান্তের গেট, হতাশ দুই দেশের মানুষ
এবছর দলসিংপাড়া বাজারের শ্যামা পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে । দলসিংপাড়া বাজারের শ্যামা পুজোয় চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর কাজকর্ম সমস্ত কিছু সব সম্প্রদায়ের মানুষেরা মিলিত ভাবে করে । পুজো কমিটির সভাপতি সুভাশিষ বোস ও সহ সম্পাদক মফিদুল হক জানান ,যে সারা বছর আমরা পুজোর জন্য অপেক্ষা করে থাকি । ধর্মীয় বিভেদ নয় সম্প্রীতিই আমাদের মূলধন। আর এটাই এখানকার সবথেকে বড়ো অহংকার।
উল্লেখ্য, সম্প্রতীর নজির গড়ে কালীপুজো ও দীপাবলি অনুষ্ঠিত হয় এখানে। ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স কে বলা হয় ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ।কারণ এখানে বাস করে ভারতের প্রায় সমস্ত জাতি,উপজাতি ও ধর্মের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যতার সঙ্গে সঙ্গে , ‘বিবিধের মাঝে মিলন মহানে’র প্রকৃত সৌন্দর্যতাই ডুয়ার্সের মানুষের মূল সম্পদ।
প্রকৃষ্ট উদাহরণ ভ্রাতৃত্ববোধের। এই ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা পঞ্চাশ বছর ধরে মানুষের মনে বপন করে কালি পুজো ও দীপাবলির উৎসব আয়োজন করে চলেছে দলসিংপাড়া বাজার শ্যামা পুজো কমিটি। দলসিংপাড়া এলাকায় হিন্দু , মুসলিম, বিহারি,বাঙ্গালী,নেপালি ,আদিবাসী সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টার ফসল এই কালি পুজো। যে পুজো উদ্যোক্তাদের মধ্যে সভাপতি হিন্দু ধর্মালম্বী এবং সহ সম্পাদক মুসলিম ধর্মে বিশ্বাসী ।