নজির গড়েছে পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুল বললেন- নলিনী বেরা। শিক্ষা সমাজ সংস্কারের পাশাপাশি মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে, বিড়ি শিল্পের জন্য খ্যাত মুর্শিদাবাদের সুতি সামসেরগঞ্জের মধ্যস্থ পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুল ইতিমধ্যে জেলা ও রাজ্যে নজির সৃষ্টি করেছে শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্কুল পরিকাঠামোয়।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুলের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন ও প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠানের প্রদীপ প্রজননের মাধ্যমে ২ দিনের অনুষ্ঠানের সূচনা করে এ কথাগুলি বললেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
উপস্থিত ছিলেন বিশিষ্ট তথ্য চিত্র নির্মাতা,গবেষক মজিবুর রহমান, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিতা ব্যানার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ মহঃ সোহরাব সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। এদিন বিদ্যালয় এর প্রধান শিক্ষক ডক্টর মেহবুব ঈসার স্বাগত ভাষণ এর মাধ্যমে স্কুলের পরিকাঠামো উন্নায়ন, পড়াশুনার মান উন্নায়ন নিয়ে বর্ননা করেন। পাসাপাসি এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ-গান, নাটক সহ, স্কুলের প্রতিষ্ঠাকালের 23 জন প্রাক্তনী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদানের পাসাপাসি, ৫০ বছরের বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।
এ দিন পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুলের তরফে মুর্শিদাবাদ জেলার ২০ জন, নাম ডাক করা সাংবাদিকের মধ্যে ৪ জন কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। মুর্শিদাবাদ জেলার আনন্দবাজার সাংবাদিক বিমান হাজরা, টাইমস অফ ইন্ডিয়ার সুকুমার মাহাতো, সংবাদ প্রতিদিনের শাহজাদ হোসেন, দিনদাপন পত্রিকায় মইদুল ইসলাম কে সন্মান প্রদান করা হয় বিদ্যালয়ের তরফে। এদিন হরবোলা শিল্পী বিশিষ্ট শিক্ষক অমৃতাভ মন্ডলের অসাধারণ কলা কৌশল শুনে ও দেখে মুগ্ধ হয় ছাত্র-ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবকেরা। নজির গড়েছে