বিদেশ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। বিরোধীরা এই মন্তব্যের সুযোগ নিয়ে মোদি সরকারকে আমেরিকার চাপে নতি স্বীকার করার অভিযোগ তোলে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি নেতা হস্তক্ষেপ করেননি। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও জানান যে ‘অপারেশন সিন্দুর’-এর সময় ট্রাম্প ও মোদীর মধ্যে কোনো রকম যোগাযোগ হয়নি।
বাণিজ্য ক্ষেত্রেও ভারত তার অবস্থান পরিবর্তন করেনি। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে ভারত আমেরিকাকে শুল্ক ছাড় দিচ্ছে না। এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কৃষক, ডেয়ারি শিল্প এবং ছোট ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। ভারত শুরু থেকেই আলোচনায় তার সীমারেখা নির্ধারণ করেছিল এবং সেই অবস্থানেই অনড় রয়েছে।
এই অবস্থান RSS ঘনিষ্ঠ সংগঠনগুলির জন্যও স্বস্তির বার্তা দিয়েছে। ভারতীয় কিষান সংঘ (BKS), স্বদেশী জাগরণ মঞ্চ (SJM) ও ছোট ব্যবসায়ী সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরকারের এই দৃঢ় পদক্ষেপ বিরোধীদের সমালোচনাকে অনেকটাই দুর্বল করবে।
