নিউজ দেস্ক, ৮ নভেম্বর, ২০২০: টলি পাড়ার গুঞ্জনে এখন একটাই নাম, শ্রাবন্তী। সম্প্রতিই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে স্বামীর সঙ্গে সব ছবি সরিয়ে দেওয়ার জল্পনার তুঙ্গে রয়ছে শ্রাবন্তীর নাম।
সকলের মুখে একটাই কথা, শ্রাবন্তীর সঙ্গে তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্ক নাকি তলানিতে৷ তাঁদের বিয়ে নাকি ভাঙার মুখে৷ শুধু তাই নয়, এরমধ্যেই শ্রাবন্তীর ছেলের অভিমন্যু নিজের ও মায়ের ছবি পোস্ট করে জানিয়েছিলেন , কিছু একটা বড় আসতে চলেছে৷এরপরেই নেটিজেনরা সেখানেই প্রশ্ন শুরু করেছিলেন তাঁর মা শ্রাবন্তী কি এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷
কিন্তু এবার শ্রাবন্তীই নিজেই খোলসা করে বললেন সেই কথা। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিলেন, রবিবারই তাঁর জীবনের বড় বদলের দিন৷ আজকেই উদ্বোধন হচ্ছে শ্রাবন্তীর নতুন জিম ফিটনেস এম্পায়ার।
আরও পড়ুন…আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় মহিলা
আর তাঁর এই নতুন ইনিংসে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বন্ধু নুসরত জাহানও৷ তবে শ্রাবন্তী এবং রোশনের সম্পর্কের হাল হকিকত কি সেই বিষয় এখনও জল্পনা কাটে নি নেটিজনেদের।