নিউ দিল্লী , ৮ জুলাই : নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি সাতদিনের বিরতির পর। মঙ্গলবার লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। তবে, পেট্রলের দাম বৃদ্ধি পাই নি। জুন মাসে টানা তিন সপ্তাহ ধরে দাম বৃদ্ধি চলছিল জ্বালানি তেলের।তাই নিয়ে বিরোধী দল প্রতিবাদ জানায়। তারপর গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত আর দাম না বাড়ায় কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু নতুন করে দাম বাড়ায় আরো সংকটে পড়বে সাধারণ মানুষ। দাম বৃদ্ধির পর কলকাতায় ডিজেলের দাম হল লিটার পিছু ৭৫.৮৯ টাকা, পেট্রল ৮২.১০ টাকা।
এমনিতেই করোনা মহামারীর জেরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম অনেকটাই বেড়ে গেছে।ব্যাবসায়ীদের বক্তব্য, এমনিতেই বর্ষায় সব্জির আমদানি কমে যায়। তার উপর ট্রেন চলছে না। ফলে ট্রাকেই সব্জি পরিবহণ করতে হচ্ছে। সেক্ষেত্রে ডিজেলের দাম বেড়েই চলায় প্রভাব পড়ছে বাজারেও।
নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি।
নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram