নতুন জিএসটি ২.০ চালু, উৎসবের মরসুমে কমলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

নতুন জিএসটি ২.০ চালু, উৎসবের মরসুমে কমলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) দেশজুড়ে নতুন জিএসটি ব্যবস্থা কার্যকর হয়েছে। এর সঙ্গে গত আট বছর ধরে প্রচলিত ১২ ও ২৮ শতাংশের জিএসটি করের স্তর বাতিল করা হয়েছে। অধিকাংশ পণ্যের উপর এখন পাঁচ ও ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। উৎসবের মরসুম শুরু হওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ আগস্ট ভাষণে এটি ‘দীপাবলীর উপহার’ বলে উল্লেখ করেছিলেন। পরে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এটিকে ‘দ্বিগুণ দীপাবলির উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

নতুন জিএসটি কাঠামোর আওতায় জীবন বিমা ও স্বাস্থ্য বিমা পলিসির ওপর জিএসটি অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন বিমা, মেয়াদী পলিসি, এনডাউমেন্ট এবং ইউনিট-লিঙ্কড বিমা পলিসি এখন জিএসটির আওতায় নেই। পরিবার পরিকল্পনা ও প্রবীণ নাগরিক নির্দিষ্ট স্বাস্থ্য বিমা পলিসিও জিএসটির বাইরে রাখা হয়েছে।

পরিবহন খাতে সড়কপথে যাত্রী পরিবহনের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) ছাড়া পাঁচ শতাংশ কর আরোপ করা হয়েছে। বিমান ভ্রমণে ইকোনমি ক্লাসে পাঁচ শতাংশ, তবে বিজনেস ও প্রিমিয়াম ক্লাসে ১৮ শতাংশ কর থাকবে। স্থানীয় ডেলিভারি পরিষেবার ওপর ১৮ শতাংশ জিএসটি ধার্য হয়েছে, তবে ডেলিভারি প্রদানকারী জিএসটি-র আওতায় নথিভুক্ত থাকলে সে কর দেবে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দামও কমেছে। জীবনদায়ী ওষুধ, অক্সিজেন, থার্মোমিটার ও গ্লুকোমিটারকে ৫ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, সম্পূর্ণ অব্যাহতি দিলে উৎপাদন খরচ বাড়তে পারে।

লিজিং ও ভাড়া দেওয়া, আমদানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমানো হয়েছে। দুধ, ছানা, পনির, রুটি, কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, মাংস, মাছ, চিনি, নুডলস, স্প্যাগেটি, চিজ, বাদাম, ফল, জ্যাম, জেলি, সরিষে, ভুজিয়া, পানীয় জল, মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিন ইত্যাদির উপর জিএসটি কমে ৫ শতাংশ হয়েছে। ফেস পাউডার, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, ছাতা, বাইসাইকেল, বাঁশের আসবাবপত্রেও হ্রাস করা হয়েছে। বিড়ির পাতার জিএসটি ১৮ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে।

বিভিন্ন ইলেকট্রনিক্স ও যানবাহনের দামও কমেছে। টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, ছোট গাড়ি, ছোট বাইক, জামাকাপড়, জুতো, সিমেন্ট, কৃষিকাজের যন্ত্রপাতি, সার, ট্র্যাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের দাম কমেছে।

তবে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কার, পান মশলা, চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। নতুন জিএসটি কাঠামো সাধারণ মানুষের জন্য স্বস্তি এনেছে, তবে বিলাসবহুল ও নাশক পণ্যের দাম বাড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top