কলকাতা – সুপ্রিমকোর্টের তরফ থেকে নতুন নিয়োগের সময়সীমা বাড়ানো হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে দফায় দফায় আন্দোলন।সময়সীমা বেড়ে হয়েছে ৩১ শে ডিসেম্বর।আগামী ৯ মাস স্কুল যেতে পারবেন ১৬ হাজার ৮৪ জন শিক্ষক।যোগ্য বিবেচিত হলে ফের ১লা জানুয়ারি থেকে স্কুল যেতে পারবেন তারা।রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে রাজ্য ও পর্ষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের।প্রয়োজন পড়লে দিতে হতে পারে আর্থিক জরিমানাও।৩১ শে মে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।৩ হাজার ৩৯৩ জন শিক্ষাকর্মী এখনও চাকরিহারা তাদের সংসারে একপ্রকার নেমে এসেছে টানাপড়েন এই বিষয়টির ওপর কী কোনরকমভাবে লক্ষ রাখবে রাজ্য সরকার? তাঁদের তরফ থেকে কাল দেখা গেল রাত্রিজাগরণ পর্ব এর থেকে কী কোনরূপ সুফল এর আস্বাস পাচ্ছেন?এটা নিয়েই কিন্তু মনের মধ্যে গভীরভাবে ডানা বাঁধছে একটি বৃহদাকার প্রশ্নচিহ্ন।
