নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু,আন্দোলনে ট্রাক মালিক, ট্রান্সপোর্টাররা

নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু,আন্দোলনে ট্রাক মালিক, ট্রান্সপোর্টাররা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু,আন্দোলনে ট্রাক মালিক, ট্রান্সপোর্টাররা। রাজ্য সরকারের নতুন শ্লড বুকিংয়ের নিয়ম চালু হওয়ায় কর্মহীন হওয়ার আশঙ্কা বনগাঁর কয়েক হাজার ট্রাক মালিক ট্রান্সপোর্টার ও মুটে মজদুরদের। এ বিষয়ে তারা আন্দোলন শুরু করেছে৷ পথসভা করছেন, প্রশাসনিক স্তরে স্মারকলিপি জমা দিয়েছেন৷ এই শর্ট বুকিং এর নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন তারা।

 

বাংলাদেশ রপ্তানির কাজে যুক্ত কয়েক হাজার ট্রাক মালিক, মুটে মজদুর ও ট্রান্সপোর্টার। তাদের বক্তব্য, সরাসরি ফ্লোট বুক করে ট্রাক বাংলাদেশে চলে গেলে স্থানীয় ট্রাক চালক ট্রান্সপোর্টার ও মজদুরদের আর কোন প্রয়োজন হবে না৷ বনগাঁর ৮০ ভাগ জীবিকা পেট্রাপোল বন্দরের উপর নির্ভরশীল। হলে জীবিকা হারিয়ে সর্বশ্রান্ত হবে কয়েক হাজার পরিবার।

আরও পড়ুন – বিজেপির চোর ধরো জেলে ভরো আন্দোলন মানিকচকে

উল্লেখ্য, নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু,আন্দোলনে ট্রাক মালিক, ট্রান্সপোর্টাররা। রাজ্য সরকারের নতুন শ্লড বুকিংয়ের নিয়ম চালু হওয়ায় কর্মহীন হওয়ার আশঙ্কা বনগাঁর কয়েক হাজার ট্রাক মালিক ট্রান্সপোর্টার ও মুটে মজদুরদের। এ বিষয়ে তারা আন্দোলন শুরু করেছে৷ পথসভা করছেন, প্রশাসনিক স্তরে স্মারকলিপি জমা দিয়েছেন৷ এই শর্ট বুকিং এর নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন তারা।

 

বাংলাদেশ রপ্তানির কাজে যুক্ত কয়েক হাজার ট্রাক মালিক, মুটে মজদুর ও ট্রান্সপোর্টার। তাদের বক্তব্য, সরাসরি ফ্লোট বুক করে ট্রাক বাংলাদেশে চলে গেলে স্থানীয় ট্রাক চালক ট্রান্সপোর্টার ও মজদুরদের আর কোন প্রয়োজন হবে না৷ বনগাঁর ৮০ ভাগ জীবিকা পেট্রাপোল বন্দরের উপর নির্ভরশীল। হলে জীবিকা হারিয়ে সর্বশ্রান্ত হবে কয়েক হাজার পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top