নতুন প্রজন্মকে তুলে এনে ঘুরে দাঁড়ানোর প্রয়াস সিপিএমের মহিলা সংগঠনের

নতুন প্রজন্মকে তুলে এনে ঘুরে দাঁড়ানোর প্রয়াস সিপিএমের মহিলা সংগঠনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ নভেম্বর, নতুন প্রজন্মের কাঁধে দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। ইতিমধ্যেই বিভিন্ন জেলার সম্মেলন শেষ হয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ ক্ষেত্রেই নতুন মুখ দায়িত্বে এসেছে বলে জানালেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর হাওড়ার বালিতে অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম রাজ্য সম্মেলন। জানালেন কনিনীকা।
ইতিমধ্যেই বামেরা কংগ্রেসের সঙ্গে সমঝোতা গড়ে আসরে নেমেছে। যৌথ আন্দোলনেও ঝাঁপিয়েছে। লড়াই সংগ্রামের ক্ষেত্রে সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিও কংগ্রেসের মহিলা সংগঠনের সঙ্গে জোট বেঁধে আসরে নামতে রাজি। জানালেন সংগঠনের রাজ্য সম্পাদিকা।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য ২৮ তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৪ শে নভেম্বর হাওড়ার বালিতে। রাজ্যের ২৩ টি জেলা থেকে প্রায় ৩৫০ জন প্রতিনিধি, ৫০ জন দর্শক, এমনকি নির্বাচনে আক্রান্ত মহিলা গণতন্ত্র প্রিয় মানুষের অধিকারকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন এমন পরিবারের মহিলারাও উপস্থিত থাকবেন এই সম্মেলনে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সম্পাদিকা কনিকা ঘোষ মঙ্গলবার সংগঠনের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে জানান, বিভিন্ন রাজ্য থেকে রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন সর্বভারতীয় নেতৃত্ব। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর বালি স্কুল মাঠে। সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাম আন্দোলনের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত এবং সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে। এছাড়াও সভানেত্রী মালিনী ভট্টাচার্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কনীনিকা ঘোষ বলেন, ” বিজেপি – আরএসএস পরিচালিত সরকারের তীব্র বিরোধী নীতিতে দেশের মানুষ সহ মহিলা সমাজ জর্জরিত। সরকারের সাম্প্রদায়িক ও মৌলবাদী নীতিতে ধর্মের নামে বিভাজন মেয়েদের অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে। এনআরসি নামে মানুষকে বিশেষত একটি সম্প্রদায়কে নিজ ভূমে পরবাসী করার প্রচেষ্টা চালু হয়েছে। আমাদের রাজ্য সম্মেলনে এই বিষয়গুলি উঠে আসবে”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top