নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ধাক্কা, বেঙ্গল সুপার লিগে সুন্দরবন বেঙ্গল অটো এফসির হার

নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ধাক্কা, বেঙ্গল সুপার লিগে সুন্দরবন বেঙ্গল অটো এফসির হার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগে জমজমাট লড়াইয়ের মধ্যেই নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ক্যানিং স্টেডিয়ামে এফসি মেদিনীপুরের কাছে ০-২ গোলে পরাজিত হল মেহতাব হোসেনের দল। ম্যাচের দুই অর্ধে মেদিনীপুরের হয়ে গোল করেন অধিনায়ক সুদীপ কুমার দাস ও কুশ হাঁসদা।
ক্যানিং স্টেডিয়ামে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। ঘরের মাঠে খেলায় সুন্দরবন বেঙ্গল অটো এফসি ভালো ছন্দে রয়েছে বলেই জয়ের প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় সুন্দরবন। আক্রমণে ধার থাকলেও গোলের মুখ খুলতে পারেনি তারা, উল্টোদিকে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের দখলে নেয় এফসি মেদিনীপুর।
লিগ যত এগোচ্ছে, ততই চমক দিচ্ছে পিছিয়ে থাকা দলগুলি। তার ফলে বেঙ্গল সুপার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। এর আগের দিনই হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে কার্যত উড়িয়ে দিয়ে বর্ধমান ব্লাস্টার্সের বড় জয় ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছিল। সেই ধারাবাহিকতাই যেন এ দিন দেখা গেল ক্যানিংয়ের মাঠে।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম সাক্ষাতে মেদিনীপুরের বিরুদ্ধে চার গোলে জয় পেয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। সেই দলই এবার ঘরের মাঠে দু’গোলে হেরে মাঠ ছাড়ল। ফলে লিগের সমীকরণ আরও জটিল হয়ে উঠল।
পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে, ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। সাত ম্যাচে সমান ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। শুক্রবার ঘরের মাঠে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামতে চলেছে জেএইচআর রয়্যাল সিটি এফসি, সেই ম্যাচের দিকেও তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top