৩১ ডিসেম্বর, আমরা কম বেশি সকলেই ‘অসুর’ নামটার সাথে পরিচিত। অসুরের নাম মনে এলেই মা দুর্গার মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অসুর বধের কাহিনী সকলেরই জানা আছে। বাঙালির কাছে দুর্গাপূজা খালি পূজার মধ্যে সীমাবদ্ধ নেই, এই পুজো এখন আর্ট কার্নিভালে পরিনত হয়েছে। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই আর্ট কার্নিভালে সপরিবারে অংশ গ্রহন করে আনন্দ নিয়ে ঘরে ফেরেন। ২০১৫ সালের দেশপ্রিয় পার্কের পুজোতে বেশি মাত্রায় জনগণ আসার কারণে এবং সেই জনসমুদ্র নিয়ন্ত্রণ করতে না পেরে এই প্রথম কোনো পুজো কে প্রশাসন বন্ধ করার নির্দেশ দেয়। এই মণ্ডপেই ছিল, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এই সব কথা জানা গেল কলকাতার এক পাঁচতারা হোটেলের সাংবাদিক সম্মেলনে।
জিৎজ ফিল্মওয়ার্কস নিবেদিত জিৎ ও গোপাল মাদনানি প্রযোজিত “অসুর” সিনেমাটি আগামী বছরের ৩রা জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।এদিন কাহিনীকার ও পরিচালক পাভেল জানালেন, শিল্পী রামকিঙ্কর বেইজ এর উপর নির্ভর করে গল্পটি নির্মাণ করা হয়েছে। এটি একটি অন্য ধারার সিনেমা, দুর্গাপূজা চলে গেলেও এই সিনেমার মাধ্যমে অসময়ে দুর্গাপুজোর পরিবেশে ফিরে যাওয়া যাবে। এই সিনেমায় সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ তিনটি অন্য ধারার গান উপহার দিয়েছেন।
জিৎ জানালেন, বাঙালির দুর্গাপূজা নিয়ে উন্মাদনা সব সময় আছে এবং থাকবে। দুর্গাপূজায় প্যান্ডেল, আলো, মা দুর্গা এবং ইদানিং কালে সেরা অসুর নিয়েও প্রতিযোগিতা হয়। জনগণ শুধু বাইরের রূপ দেখে তারিফ করেন, পিছনের কারিগরদের কজন চেনেন! এই সব কিছুই উঠে আসবে এই সিনেমাতে। এই সিনেমাতে অভিনয় করছেন জিৎ, নুসরত জাহান, আবীর চ্যাটার্জী ও বিপ্লব চ্যাটার্জি সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা।
সিনেমাটি তিনটি মানুষের বন্ধুত্ব নিয়ে গল্প সেই গল্প কি আকার নেবে সিনেমা মুক্তির আগে জানা যাবে না বলে জানালেন পরিচালক। নুসরত জানালেন, অনিন্দিতার চরিত্রে অভিনয় করে খুবই খুশী, এই ধরণের চরিত্র খুব বেশি পাওয়া যায়না। আরও জানালেন জিৎ-এর সাথে প্রথম সিনেমায় কাজ দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল এবং বিয়ের পরেও জিৎ এর সাথে সিনেমা দিয়ে দ্বিতীয় ইনিংসের শুরু হল। আবীর জানালেন জিৎ-এর প্রোডাকশনে এটাই প্রথম কাজ যদিও এর আগে জিৎ-এর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে।এই সিনেমায় কাজ করে যথেস্ট আনন্দ পেয়েছি। পাভেল জানালেন, অসুর সিনেমাটি নির্মাণ করতে ৪০দিন সময় লেগেছে। ডিটেলস এ কোন খামতি রাখা হয়নি। একটি পুজোর পিছনের কারিগরদের গল্প দেখা যাবে ‘অসুর’ সিনেমায় এবং এই প্রথম মানুষ অসুরের আরাধনা করবে। অসুর সিনেমার সম্পাদনা করেছেন মলয় লাহা। পরিচালক জানালেন, “অসুর শব্দের মানে অসীম শক্তিধর”।আশা করি অসুরের জয় হোক।