রাজ্য – মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রছাত্রীদের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করেছে রাজ্য। স্কুলের পোশাক, জুতো, বই-খাতা দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের দেওয়া হয় ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল। নতুন বছরে আবারও সেই সবুজ সাথীর সাইকেল পেতে চলেছে পড়ুয়ারা। এর ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের খবর ছড়াতেই পড়ুয়াদের মধ্যে খুশির হাওয়া।
এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নবম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে। ‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে পড়ুয়াদের যাবতীয় তথ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাছে পাঠানো হয়েছে। সেই তথ্য যাচাই করেই দ্রুত চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এক্ষেত্রে স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক স্কুলকে সঠিক তালিকা জমা দিতে বলা হয়েছে। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রী থাকলে তাঁদের নামও তালিকায় যুক্ত করার নির্দেশ রয়েছে। সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ পড়ুয়া এবার সবুজ সাথীর সাইকেল পাবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
উল্লেখ্য, রাজ্য সরকার শুধু মাধ্যমিক স্তরেই নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও পড়ুয়াদের নানা সুবিধা দিয়ে থাকে। উচ্চশিক্ষার জন্য ট্যাব দেওয়া হয়, পাশাপাশি চালু রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এসব প্রকল্পে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু পড়ুয়া। এবার সবুজ সাথীর সাইকেল বিতরণের ক্ষেত্রে ব্লক স্তরে বিডিওরা নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট তৈরি করে সেখান থেকেই সাইকেল বিলি করবেন বলে জানা গিয়েছে।
তবে চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে এই প্রক্রিয়ায় কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও প্রশাসনিক মহলের একাংশের মতে, সবুজ সাথী একটি চালু প্রকল্প হওয়ায় তাতে বড় কোনও বাধা আসার সম্ভাবনা নেই।
এদিকে শিক্ষকমহল জানাচ্ছেন, সদ্য নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এবং এখনও ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। তার উপর বর্তমানে চলছে ‘স্টুডেন্টস উইক’, বই বিলি-সহ একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে স্কুলগুলিকে। এর আগেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের কাজ শেষ হয়েছে। তার মধ্যেই সবুজ সাথীর সাইকেল বিলির প্রস্তুতি নিতে হবে শিক্ষকদের।
চাপ কিছুটা বাড়লেও পড়ুয়ারা কিন্তু বেশ খুশি। শিক্ষাবর্ষের শুরুতেই যদি সাইকেল পাওয়া যায়, তাহলে স্কুলে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে ছাত্রছাত্রীরা। তাই ফেব্রুয়ারি মাসের দিকেই তাকিয়ে এখন অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া।



















