Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
নতুন বছরে স্বমহিময় ফিরছে ঐতিহ্যবাহী রিশরা মেলা

নতুন বছরে স্বমহিময় ফিরছে ঐতিহ্যবাহী রিশরা মেলা

নতুন বছরে স্বমহিময় ফিরছে ঐতিহ্যবাহী রিশরা মেলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নতুন বছরে স্বমহিময় ফিরছে ঐতিহ্যবাহী রিশরা মেলা। গত দুবছর করনার মহামারীতে বন্ধ থাকার পর এবছর আবারও স্বমহিময় ফিরছে রিষরায় ঐতিহ্যবাহী রিশরা মেলা। আগামী ৭ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে।

 

রেল স্টেশন সংলগ্ন মৈত্রী পথে বসবে এই মেলার আসর। এবিষয়ে রিশরা পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানিয়েছেন ,আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রিসরা পুরসভার উদ্যোগে এ বছর আবারও অনুষ্ঠিত হতে চলেছে রিশরা মেলা ।এই মেলা শুধুমাত্র আক্ষরিক অর্থে মেলা নয় এটা এক কথায় বলতে গেলে মিলন মেলা।

আরও পড়ুন –  ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া

বহু মানুষের সমাগম এখানে হয় একে অপরের ভাব বিনিময় হয় এই মেলা উপলক্ষে ।প্রতিদিন থাকছে নানাবিধ সঙ্গীতানুষ্ঠান পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে নামকরা শিল্পীরা এই মেলায় অংশ নেবেন এছাড়াও থাকছে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদের নিয়ে আলোচনা চক্র কবিতা পাঠের আসর ছোটদের জন্য থাকছে নানা মনোরঞ্জনের ব্যবস্থা প্রায় ৩০০ র মতন স্টল থাকছে এখানে এক টাকা থেকে শুরু করে দশ লাখ টাকার মতন জিনিস পাওয়া যাবে মেলার বিভিন্ন স্টলে।

 

মোটর গাড়ি স্টল যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে মোটর বাইকের স্টলও থাকবে। এছাড়াও গৃহস্থলির সমস্ত রকম জিনিসপত্রের সম্ভার এই মেলা থেকে পাওয়া যাবে। সঙ্গে থাকছে নানা ধরনের ফার্নিচার কার্পেট এবং অন্যান্য ঘর সাজানোর জিনিস। বিজয় বাবু জানিয়েছেন 31 তম বর্ষে এই মেলা যাতে সুন্দরভাবে হতে পারে তার জন্য আমাদের সমস্ত কাউন্সিলর গণ পুরসভার সমস্ত স্তরে কর্মীরা এবং সমগ্র রিসরাবাসী কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেবেন। নতুন বছরে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top