মোদি অগ্নিপথের নাম করে নতুন স্কিম নিয়ে এসেছে ঠিকাদার, মোহাম্মদ সেলিম

মোদি অগ্নিপথের নাম করে নতুন স্কিম নিয়ে এসেছে ঠিকাদার, মোহাম্মদ সেলিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মোদি অগ্নিপথের নাম করে নতুন স্কিম নিয়ে এসেছে ঠিকাদার, মোহাম্মদ সেলিম। বসিরহাটের টাউন হল মাঠে উত্তর ২৪,পরগনা জেলায় ডি ওয়াই এফ আই প্রকাশ্য সম্মেলনে রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম উত্তর ২৪,পরগনা জেলার মৃনাল চক্রবর্তী সভাপতিসহ ছাত্র-যুব সিপিএম নেতৃত্বের এদিন প্রকাশ্য জনসভায় সেলিম বলেন, নুপুর শর্মা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল্লিতে গিয়ে মিছিল প্রতিবাদ করুন। আপনি তো দিল্লি গেছেন উনি কেন প্রতিবাদ করছেন না। ওনার সুন্দরী সাংসদরা গিয়েছেন তাদের মুখে কোন কথা নেই। মোদী ও দিদি এক।

 

দেখছেন না অগ্নিপথ নিয়ে সারা দেশের যুবসমাজ প্রতিবাদ বিক্ষোভ করছে। দিদি সিভিক পুলিশ ডুকিয়েছেন। মোদি অগ্নিপথ বলছে এটা আরএসএস বিজেপি হিন্দুত্ববাদী সুপরিকল্পনা। সেনাবাহিনীতে চার বছরের জন্য কন্টাক্ট চুয়াল সিভিক সেনা তৈরি করছে। আজকে সারা দেশ জ্বলছে, দেখছেননা যুব সমাজ কাজ নেই চাকরি পাচ্ছে না তারা চাইছেনএকটি সিভিক না হলে একটি সেনাবাহিনী চাকরি। সারা দেশ আজ অগ্নিপথ অগ্নিগর্ভ হয়ে উঠছে। বিহার উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু একাধিক রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ আগুন জ্বলছে। কমলপুর ছোট ফুল এক, দিল্লিতে মোদি লুট করছে, রাজ্যে দিদি লুট করছে। বিজেপি চারিদিকে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে এইসব প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ করে দিচ্ছে।

আরও পড়ুন – ইঞ্জিনিয়ার ও ডাক্তার না হলেও জীবনে বহু কিছু করা যায়-রাজ্য জয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী মেধাবি ছাত্র হিমাংশুর ষ্পষ্ট মত

উল্লেখ্য, বসিরহাটের টাউন হল মাঠে উত্তর ২৪,পরগনা জেলায় ডি ওয়াই এফ আই প্রকাশ্য সম্মেলনে রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম উত্তর ২৪,পরগনা জেলার মৃনাল চক্রবর্তী সভাপতিসহ ছাত্র-যুব সিপিএম নেতৃত্বের এদিন প্রকাশ্য জনসভায় সেলিম বলেন, নুপুর শর্মা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল্লিতে গিয়ে মিছিল প্রতিবাদ করুন। আপনি তো দিল্লি গেছেন উনি কেন প্রতিবাদ করছেন না। ওনার সুন্দরী সাংসদরা গিয়েছেন তাদের মুখে কোন কথা নেই। মোদী ও দিদি এক। দেখছেন না অগ্নিপথ নিয়ে সারা দেশের যুবসমাজ প্রতিবাদ বিক্ষোভ করছে।

 

দিদি সিভিক পুলিশ ডুকিয়েছেন। মোদি অগ্নিপথ বলছে এটা আরএসএস বিজেপি হিন্দুত্ববাদী সুপরিকল্পনা। সেনাবাহিনীতে চার বছরের জন্য কন্টাক্ট চুয়াল সিভিক সেনা তৈরি করছে। আজকে সারা দেশ জ্বলছে, দেখছেননা যুব সমাজ কাজ নেই চাকরি পাচ্ছে না তারা চাইছেনএকটি সিভিক না হলে একটি সেনাবাহিনী চাকরি। সারা দেশ আজ অগ্নিপথ অগ্নিগর্ভ হয়ে উঠছে। বিহার উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু একাধিক রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ আগুন জ্বলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top