ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত করার কাজ চলছে সাগরদিঘীতে । আর কিছুদিনের মধ্যেই চাষীদের ঘরে উঠবে সোনালী ফসল।মাঠে ফসলে সোনালী রং ধরেছে।চাষীদের চিন্তাও বাড়ছে কি ভাবে তারা তাদের ফসল সঠিক দামে বিক্রি করবে।কারন ফড়েদেরকে ধান বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যায় না।তাই সরকার ন্যায্য মুল্যে চাষীদের কাছ থেকে ধান ক্রয় করে থাকে।
কিন্তু অনেক চাষী সরকারকে ধান বিক্রয় করতে পারে না।সাধারন মানুষদের কাছে বার্তা যায় আজ অর্থাৎ সোমবার থেকে চাষীদের ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত হবে তাই আজ বিকেল থেকেই চাষীরা সাগরদীঘি কৃষক বাজারে নাম নথিভুক্ত করার জন্য লম্বা লাইন দিয়েছে।
আর ও পড়ুন বিজেপিকে যত মারবে বিজেপি ততোই বাড়বে, বললেন শুভেন্দু
এদিকে সাগরদীঘির বি ডি ও সুরোজিৎ চ্যাটার্জী জানান ধান ক্রয়ের জন্য এখনো কোনো নির্দেশিকা দেওয়া হয়নি।প্রসাশনিক মিটিং এর পরে সিদ্ধান্ত হবে কবে থেকে ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত করা হবে।তার জন্য আগে থেকেই সাগরদীঘি কৃষক বাজারে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে সাধারন চাষীরা দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকায় অবগতশেষে সাগরদীঘি থানার পুলিশ আসে এবং চাষীদের বুঝিয়ে তাদের বাড়ী ফেরত পাঠানো হয়।তাদের এও জানানো হয় যে যেদিন থেকে ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত হবে তার আগে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত করার কাজ চলছে সাগরদিঘীতে । আর কিছুদিনের মধ্যেই চাষীদের ঘরে উঠবে সোনালী ফসল।মাঠে ফসলে সোনালী রং ধরেছে।চাষীদের চিন্তাও বাড়ছে কি ভাবে তারা তাদের ফসল সঠিক দামে বিক্রি করবে।কারন ফড়েদেরকে ধান বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যায় না।তাই সরকার ন্যায্য মুল্যে চাষীদের কাছ থেকে ধান ক্রয় করে থাকে।
কিন্তু অনেক চাষী সরকারকে ধান বিক্রয় করতে পারে না।সাধারন মানুষদের কাছে বার্তা যায় আজ অর্থাৎ সোমবার থেকে চাষীদের ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত হবে তাই আজ বিকেল থেকেই চাষীরা সাগরদীঘি কৃষক বাজারে নাম নথিভুক্ত করার জন্য লম্বা লাইন দিয়েছে। এদিকে সাগরদীঘির বি ডি ও সুরোজিৎ চ্যাটার্জী জানান ধান ক্রয়ের জন্য এখনো কোনো নির্দেশিকা দেওয়া হয়নি।প্রসাশনিক মিটিং এর পরে সিদ্ধান্ত হবে কবে থেকে ধান ক্রয়ের জন্য নাম নথিভুক্ত করা হবে।তার জন্য আগে থেকেই সাগরদীঘি কৃষক বাজারে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।