নদিয়া – নদিয়ার শান্তিপুর থানার বাইগাছি বাগানে পাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, সারারাত ভাইয়ের শিশুর কান্নায় ঘুমে ব্যাঘাত হওয়ায় ক্ষুব্ধ ভাসুর সুব্রত বিশ্বাস ধারালো হাসুয়া নিয়ে এলোপাথাড়ি কোপ করেন বৌমা কমলা বিশ্বাসকে। কমলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থাতেই হাতেনাতে ধরে অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশে খবর দেন তারা।
পরে শান্তিপুর থানার পুলিশ এসে সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর জখম কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। মাথা ও পেছনের অংশে চার-পাঁচটি গভীর কোপ রয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে কৃষ্ণনগরে রেফার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় কমলার স্বামী সুশান্ত কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন না শাশুড়িও। প্রতিবেশীদের দাবি, শিশুটি অসুস্থ থাকায় সারারাত কেঁদেছে। এতে বিরক্ত সুব্রত বিশ্বাস রাত থেকেই ক্ষোভ প্রকাশ করছিলেন। ভোরে ভাই কাজে বেরোতেই মেজাজ নিয়ন্ত্রণ করে হামলা চালান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ পারিবারিক অশান্তিকেই প্রাথমিক কারণ হিসেবে সন্দেহ করছে। শুধু ঘুমের ব্যাঘাত, নাকি এর পেছনে আরও কোনও শত্রুতা—তা জানতে তদন্ত চলছে। শেষ খবর অনুযায়ী কমলা বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।




















