নদিয়া সফরে মুখ্যমন্ত্রী। নদিয়ার নবদ্বীপে ৭ নভেম্বর শুরু হতে চলেছে রাস উৎসব। তার মধ্যেই তিনদিনের নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভার পাশাপাশি তিনি দুটি কর্মীসভাও করবেন রানাঘাট এবং কৃষ্ণনগরে। নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে ‘ই-ভেসেল’ পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
শীতের মরসুম প্রায় এসেই গেছে দোরগোড়ায়। তাই পরিবহণ দফতর দক্ষিণবঙ্গের ৬টি জেলার মধ্যে চলাচলের সুবিধার জন্য নতুন ২২টি ‘ই-ভেসেল’ পরিষেবা চালু করতে চলেছে। হুগলির ত্রিবণী থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন রুটে চলবে এই ভেসেলগুলো। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় কেনা হয়েছে এই ভেসেলগুলি আশি থেকে একশো আসনের।
প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য মোট ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রের খবর।
আরও পড়ুন – ১৩ দফা দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারক লিপি দিতে চলেছেন মিড ডে মিলের রধুনিরা
এই পরিষেবা চালু হলে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার মানুষ উপকৃত হবেন বলে জানান পরিবহন দপ্তরের আধিকারিকরা। নতুন জলযান চালানোর জন্য ৯টি জেটিঘাট সংস্কার করা হয়েছে। সেখানে অত্যাধুনিক ‘স্মার্ট গেট’ বসানো হয়েছে। যেখানে যাত্রীদের ভেসেলে উঠতে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক করা হয়েছে।
টিকিট বিক্রির পুরো অর্থই সরাসরি সরকারি কোষাগারে জমা পড়বে। আগামী ১০ই নভেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই নতুন এই পরিষেবা শুরু হবে। প্রতিটি ভেসেলের জন্য খরচ হচ্ছে প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা। এই প্রকল্পের উদ্বোধনের আগেই প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এই জলপথ এবং জেটি গুলির হালহকিকত্ পরিদর্শনে এসেছিলেন বেশ কয়েক মাস আগে ভেসেলে চড়েই। নদিয়া সফরে মুখ্যমন্ত্রী