নদিয়ার নবদ্বীপ রেলওয়ে যোগার্স পার্কে গাছ পড়ে গুরুতরভাবে জখম হল ১ যুবক। বৃহস্পতিবার নবদ্বীপ রেলওয়ে যোগার্স পার্কে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রেলওয়ে শিশু উদ্যানের পাশেই রয়েছে একটি যোগার্স পার্ক। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা যুবক-যুবতী থেকে শুরু করে বয়স্ক মানুষেরা বসে এই যোগার্স পার্কে। এদিন হঠাৎই এই যোগার্স পার্কে একটি কৃষ্ণচূড়া গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে। সেই সময় পার্কে বসেছিল বহু মানুষ।
তাঁরা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে কোনোক্রমে প্রাণ বাঁচায়। কিন্তু এই ঘটনায় গুরুতরভাবে জখম হয় এক যুবক। জানা যায়, বছর ৩৩ এর ওই জখম হওয়া যুবকের নাম বুবাই ঘোষ। তাঁর বাড়ি নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তেঘড়িপাড়া ভট্টপাড়া রোড এলাকায়। প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে এই যোগার্স পার্কে বসে গল্প করছিলেন ওই যুবক।
হঠাৎই সেখানে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের মোটা ডাল ভেঙে পড়ায় পালাতে গিয়ে গুরুতরভাবে হাতের ওপর গাছটি পড়ে ডান হাতের তিনটি আঙ্গুল ঝুলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সঙ্গে সঙ্গে অপারেশন ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তারদের পরামর্শে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এদিনের এই ঘটনায় দেখা যায়নি রেলের কর্তব্যরত কোন আধিকারিকদের।
আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, বৃহস্পতিবার নবদ্বীপ রেলওয়ে যোগার্স পার্কে ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রেলওয়ে শিশু উদ্যানের পাশেই রয়েছে একটি যোগার্স পার্ক। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা যুবক-যুবতী থেকে শুরু করে বয়স্ক মানুষেরা বসে এই যোগার্স পার্কে। এদিন হঠাৎই এই যোগার্স পার্কে একটি কৃষ্ণচূড়া গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে। সেই সময় পার্কে বসেছিল বহু মানুষ।
তাঁরা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে কোনোক্রমে প্রাণ বাঁচায়। কিন্তু এই ঘটনায় গুরুতরভাবে জখম হয় এক যুবক। জানা যায়, বছর ৩৩ এর ওই জখম হওয়া যুবকের নাম বুবাই ঘোষ। তাঁর বাড়ি নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তেঘড়িপাড়া ভট্টপাড়া রোড এলাকায়। প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে এই যোগার্স পার্কে বসে গল্প করছিলেন ওই যুবক।