নদিয়ার হিংনাড়ায় জল ব্যবসায়ী রাজু দুর্লভকে গুলি করে খুনের ঘটনায় চাকদহ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে । ধৃতদের নাম রাজু মজুমদার(28)ও কৃষ্ণ ভক্ত (29)। রাজুর বাড়ি হিংনাড়া এবং কৃষ্ণ ভক্তর বাড়ি চুঁচুড়া । এদের কাছ থেকে একটি চার চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ ।পুরোনো শত্রুতার কারনে খুন করেছে বলে পুলিশের জেরায় স্বীকার করেছে ধৃত রাজু মজুমদার । ধৃতদের শনিবার রাতে গ্রেফতার করে রবিবার তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন ।