নদী পরিদর্শনে গিয়ে বাকরূদ্ধ মেয়র, দখল হয়ে গেল নদীই। পশ্চিম বর্ধমান আসানসোল বিগত বছরে ভয়াবহ বন্যার বিভীষিকা আসানসোলের জনগণ ভুলতে পারে নি তাই আসানসোল পৌরনিগমের নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের মূল প্রতিশ্রুতি ছিল গাড়ুই নদী সংস্কার করা। তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে গাড়ুই নদীর সংস্কার করাকে গুরুত্ব দিয়ে ছিল এবং আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে নির্বাচিত হবার পর বিধান উপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর প্রথম কাজ গাড়ুই নদী সংস্কার।
প্রতিশ্রুতি মতো সাতদিনের মাথায় মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, কাউন্সিলর ডাঃ দেবাশীষ সরকার, অনির্বাণ দাস ও পৌরনিগমের আধিকারিকদের নিয়ে শুক্রবার গাড়ুই নদী পরিদর্শনে গিয়ে হতবাক মেয়র, বিভিন্ন জায়গায় নদীর গতিপথ সরু হয়ে গেছে এবং নদীর জায়গা দখল করে তার উপর বাড়ী তৈরি হয়ে গেছে। সৃষ্টি নগর, কল্যানপুর এলাকায় নদীর গতিপথ সরু হয়ে গেছে। মেয়র বিধান উপাধ্যায় জানান তিনি আজ গাড়ুই নদী পরিদর্শনে নেমে দেখলেন বিভিন্ন জায়গায় নদীর গতিপথ সরু হয়ে গেছে তিনি বিএলআরও অফিসে গাড়ুই নদীর প্রকৃত জায়গা কোনজায়গা কতোটা আছে সেই ব্যাপারে খোঁজ নেবার পর নদীর গতিপথ চওড়া করতে উদ্দ্যোগ নেবেন।
আর ও পড়ুন নবদম্পতিকে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন
নদীর উপর যারা বাড়ী বা ঝুপড়ি বানিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, কিছু জায়গায় বসবাসকারীদের পুনর্বাসন দেওয়া হবে। অন্যদিকে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান নদীর উপর তৈরী হওয়া বাড়ীর ব্যাপারে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুনর্বাসন দেওয়া হবে। বিভিন্ন জায়গায় নদীর গতিপথ সরু হয়ে গেছে দখলের জন্য সেসব সরিয়ে নদীর গতিপথ চওড়া করে বর্ষার সময় জনগনকে অসুবিধার সম্মুখীন যাতে করতে না হয় সে ব্যাবস্থা করা হবে।