নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগণা,৬ ই আগস্ট :নদীতে দু দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো যুবকের দেহ । ঘটনাটি দক্ষিন ২৪ পরগণার গোবর্ধনপুর কোষ্টাল থানা এলাকার সত্য দাসপুরের। মৃত যুবক বছর ১৮ এর সেখ সাইফুদ্দিন ।
জানা যায় ,গত দু দিন আগে কয়েকজন মৎস্যজীবীদের সাথে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় সেখ সাইফুদ্দিন। পরে নদীতে নৌকা নোঙর করতে গিয়ে দড়ি জড়িয়ে নদীতে পড়ে যায় ওই যুবক। তখনই সঙ্গে থাকা মৎস্যজীবীরা সেখ সাইফুদ্দিনকে খোঁজাখুঁজি শুরু করে। ততক্ষনে নদীতে তলিয়ে যায় ওই যুবক। পরে ঘটনার খবর দেওয়া হয় মৈপিঠ কোষ্টাল থানায়। অবশ্য ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার দু দিন কেটে গেলেও দেহ উদ্ধারে কোন ভূমিকা নেয়নি পুলিশ।
এদিন রটে যায় মাছ ধরতে গিয়ে আবারো ট্রলারডুবি হয়েছে এবং ট্রলারে থাকা মৎস্যজীবীদের দেহ নদীতে ভাসছে। তাই কয়েকটি ট্রলার দেহ উদ্ধারের উদ্যেশ্যে নদীতে খোঁজাখুঁজি করতে গেলে সেখ সাইফুলের দেহ উদ্ধার করে তাঁরা। পরে যুবকের দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে যায় গ্রামবাসীরা। এবং পরিবারের লোকজন মৃতদেহ সৎকার করতে গেলে দেহ ময়নাতদন্ত করার জন্য উদ্ধার করতে ঘটনাস্থলে পৌছোয় পুলিশ। তখনই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পরে গ্রামবাসী ও পুলিশের মধ্যস্থতায় মৃত দেহের সৎকার করা হয়।