
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৮ই সেপ্টেম্বর : নদীতে পড়ে আছে মরা গরু। বেশ কয়েকটি মরা গরু ছড়াচ্ছে দুর্গন্ধ। নারায়ণগড় থানার পোক্তাপোলের কাছে কেলেঘাই নদীতেই পড়ে আছে গরুগুলি। জল দূষণের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসীরা। বুধবার এলাকার বাসিন্দারা গরুগুলি নদী থেকে সরানোর দাবি তুলেছেন। পাশেই আছে একটি রাস্তা তৈরির ঠিকাদার সংস্থার অফিস। পোক্তাপোল থেকে দশগ্রাম পাকা রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকে কেউ বা কারা গাড়ি থেকে মরা গরুগুলিকে নদীতে ফেলে দেয়। কন্ট্রাক্টর সংস্থার সিকিউরিটির গাফিলতির অভিযোগ তুলেছেন। নদীর জল গ্রামের মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করেন। সেই জলে কেন মরা গরু ফেলা হল ? প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তবে নারায়ণগড় থানার পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এদিন।



















