ভাইরাল – উত্তরাখণ্ডের প্রেমনগরের ঠাকুরপুরে চাঞ্চল্যকর ঘটনা। রাতে শৌচকর্মে নদীর ধারে গিয়েছিলেন এক যুবক। হঠাৎই বেড়ে যায় জলস্তর। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে তিনি বৈদ্যুতিক খুঁটির উপর চড়ে বসেন। সারা রাত খুঁটি আঁকড়ে ধরে কাটানোর পর পরের দিন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) তাঁকে উদ্ধার করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট ও গেঞ্জি পরা যুবক প্রবল স্রোতের মধ্যে খুঁটির মাথায় বসে আছেন। নিচে ফুঁসে ওঠা নদীর জলে যে কোনো সময় ভেসে যেতে পারতেন। ড্রোনের সাহায্যে দড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করে এনডিআরএফ, শেষমেশ তাঁকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ভিডিওটি ‘নবীন রেড্ডি’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার হওয়ার পর নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। বহু মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন ভিডিওটি।
এদিকে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। চমোলী জেলায় অন্তত ৪০টিরও বেশি বাড়ি ভেসে গেছে, দু’জনের মৃত্যু হয়েছে এবং ছ’জন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন বলে আশঙ্কা।
