নদিয়া – নদীয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া এলাকায় ফের একবার দেখা গেল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কর্মী মনসুর আলী শেখ।
জানা গেছে, এলাকার বাসিন্দা মনোজিৎ দাস, যিনি এক দরিদ্র দিনমজুর পরিবারের কর্তা, সম্প্রতি অসুস্থতার কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মনোজিতের পরিবারে রয়েছে নাবালক সন্তানরা। এলাকার মানুষ একত্রিত হয়ে কোনোভাবে দাহকার্য সম্পন্ন করলেও পরিবারের কাছে শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না। এই অসহায় পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত খরচের দায়িত্ব গ্রহণ করেন মনসুর শেখ।
মনসুর শেখ জানান, রাজনীতির আঙিনায় অনেকে ধর্ম নিয়ে বিভাজন তৈরির চেষ্টা করলেও আদতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে ভাই ভাই। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই প্রকৃত মানবিকতার পরিচয়। মনোজিৎ দাসের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একসময় একসঙ্গে পড়াশোনাও করেছিলেন তাঁরা। সেই কারণেই নিজের দায়িত্ব মনে করে মনসুর বাবু মনোজিতের পরলৌকিক ক্রিয়ার সমস্ত খরচ বহন করার সিদ্ধান্ত নেন।
মনসুর শেখের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মনোজিৎ দাসের পরিবার। এলাকাবাসীরাও তাঁর এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। নদীয়ার ধুবুলিয়া আবারও প্রমাণ করল, বাংলার প্রকৃত পরিচয় সম্প্রীতির বন্ধনেই নিহিত।
