নদীয়ার কল্যাণীর বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক ট্রেকিংএ গিয়ে মৃত্যু ঘটল কেদারনাথে। গত ২৯ সেপ্টেম্বর কল্যাণী থেকে ট্রেকিংয়ে উত্তরাখণ্ডে যান কল্যাণীর বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক অলক বিশ্বাস। ১০ জনের টিম যায় কেদারনাথ-রাঁশিতে ট্রেকিং করতে। গত সোমবার, ১০ ই অক্টোবর হঠাৎই খবর আসে স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্সের কাছে দুজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন ট্রেকিং করতে গিয়ে।
এসডিএফের টিম ঘটনাস্থলে পৌঁছলে একজনকে মৃত অবস্থায় এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তদন্ত করে জানা যায় যে মৃত ব্যক্তির নাম অলক বিশ্বাস যাঁর বাড়ি কল্যাণী সগুনায়। বয়স আনুমানিক ৩৪ বছর, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। আহত অবস্থায় পাওয়া যায় উত্তর ২৪ পরগনার বাসিন্দা বিক্রম মজুমদার কে। তাকে কেদারনাথের একটি হসপিটালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা খুব গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
এই বিষয়ে উত্তরাখণ্ডের এসডিআরএফ-এর মিডিয়া ইনচার্জ ললিতা নেগি জানান যে পশ্চিমবঙ্গ থেকে আগত ১০ জনের ট্রেকিং দল কেদারনাথ-রাঁশির পথে ট্রেকিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তারা আর চলতে পারছিলেন না বলেই এই দুইজন ওখানে থেকে যান উদ্ধারের আশায়। বাকি ৮ জন ফিরে এসে খবর দেয় উত্তরাখণ্ডের এসডিআরএফ টিমকে। দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে এসডিআরএফ এর তরফ থেকে তিন সদস্যকে পাঠানো হয় উদ্ধার কার্যের জন্য।
৬ কিলোমিটার ট্রেকিং করে উপরে উঠে ‘মহাপন্থ’ এলাকার কাছে উদ্ধার করা হয় এই দুজন পর্বত আরোহীদের। ঘটনাস্থলে গিয়ে অলক বিশ্বাসকে মৃত অবস্থায় এবং বিক্রম মজুমদারকে আহত অবস্থায় পাওয়া যায়। ললিতা নেগি আরো বলেন যে, আবহাওয়া খারাপ থাকার জন্য এবং উচ্চতার কারণে অসুস্থ হয়ে থাকতে পারেন এই দুজন পর্বতারোহী। উদ্ধারকার্য বারবার বাধাপ্রাপ্ত হয় আবহাওয়া জনিত কারণে। মঙ্গলবার দিন সন্ধ্যায় এক সংবাদ মাধ্যমের সূত্রে পরিবারকে খবর দেওয়া হয়। এই দুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী ও পরিবারের লোকেরা। স্থানীয় মানুষরা এই ঘটনায় শোকোস্তব্ধ। নদীয়ার কল্যাণীর