নদীয়ার কল্যাণী পৌরসভার অস্থায়ী কর্মচারীদের ৮ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি। নদীয়ার কল্যানী পৌরসভার প্রায় ৮০০ জন মতন অস্থায়ী কর্মচারী আছে। তাদের মধ্যে প্রায় ১০০ জন আজ বিক্ষোভ দেখালো কল্যাণী পৌরসভা প্রধান ফটকের সামনে সকাল ছটা থেকে। তাদের মূলত আট দফা দাবি। এই দাবিগুলির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, মৃত পরিবারের আত্মীয়-স্বজনের একজন করে চাকরি ইত্যাদি।
এর আগেও দু তিনবার তারা বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তাতে সুফল হয়নি বলেই জানা গেছে কর্মচারীদের পক্ষ থেকে। এ বিষয়ে কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান শারদ উৎসবের প্রাক্কালে এইরকম কর্মবিরতি কাম্য নয়।
পৌর পরিষেবা যে ব্যাহত হয়েছে সেটা কার্যত স্বীকার করে নেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরো জানান যে অস্থায়ী কর্মচারীদের পুজোর বোনাস ২৩০০ টাকা থেকে বাড়িয়ে এ বছর তা আড়াই হাজার টাকা করা হয়েছে এবং ইনসেনটিভ হিসেবে ৫০০ টাকা আরো বাড়তি দেওয়া হয়েছে । তারপরও যদি কোন রকম ক্ষোভ বিক্ষোভ থাকে কর্মীদের মনে তাহলে তিনি আলোচনা করে মেটানোর আশ্বাস দেন। তবে বেলা যতো বাড়তে থাকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন – চা ও ঘুঘনি মুড়ি বিতরণ করে কংগ্রেসের প্রতীকী প্রতিবাদ সামশেরগঞ্জে
প্রচুর কর্মচারীরা এসে এই গন অবস্থান বিক্ষোভ কর্ম বিরতিতে যোগদান করেন। পরে কল্যাণী থানার পুলিশ এসে প্রধান ফটক অবস্থান মুক্ত করে খুলে দেয়। এ ব্যাপারে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় জানান যে তাদের দাবি ন্যায্যসম্মত এবং তিনি এ বিষয় নিয়ে পৌর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন বলে কর্মচারীদের সামনে আশ্বস্ত করেন। পরে আলোচনার মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি তুলে নেয় কর্মচারীরা। স্বাভাবিক নিয়মে চলতে থাকে কল্যাণী পৌরসভা।