নদীয়ার চাকদহে নকল ধূপকাঠির কারখানার পর্দাফাঁস! নেপথ্যে রাজ্য পুলিশ এবং আইপি ইস্টার্ন জোন। চাকদহ থানার এবং আইপি ইস্টার্ন জোনের অফিসারদের সহযোগিতায় বুধবার নদিয়া জেলার চাকদহের বনমালী পাড়া এলাকার সুটরাঅঞ্চলে একটি বেআইনি ধূপকাঠির কারখানার স ন্ধান পাওয়া যায়।সেই কারখানায় হানা দিয়ে জানা যায় ব্যাঙ্গালোরের একটি নামী ব্র্যান্ডের ধুপকাঠি কোম্পানির নকল ধুপকাঠি তৈরি হচ্ছিল ওই কারখানায়। সূত্রের খবর, ইন্টেলিজেন্স ও চাকদা থানার সহযোগিতায় বুধবার দুপুর থেকে তল্লাশি চালানো হয়। এতে,অভিযুক্তের বাড়ি থেকে ,নকল ধূপকাঠি, ধূপকাঠি প্যাকেজিং এর প্যাকেট এবং কিছু র মেটিরিয়ালস পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে,অভিযুক্ত বিট্টু পাল বলেন, “এই সমস্ত ধূপকাঠি ত বিক্রির জন্য এনেছিলাম। যেহেতু লকডাউন পড়ে গিয়েছিল এবং বাজার থেকে কেনা যাচ্ছিল না ধূপকাঠি, সেই কারণেই বেশি করে ঘরে মজুত রাখা হয়েছিল।”এছাড়াও তিনি জানান যে তিনি কোন নকল জিনিস বিক্রি করেন না এবং কোন নামি কোম্পানির নাম ভাঙ্গিয়ে ধূপকাঠি বিক্রি করেন না।কিন্তু তবু অভিযুক্ত বিট্টু পালকে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতেপ্তার করেছে।বর্তমানে, গোটা ঘটনার তদন্ত চাকদহ থানা ও আইপি ইস্টার্ন জোনের আধিকারিকরা বলে সূত্রের খবরে জানা গিয়েছে।
আরও পড়ুন – সার্বিকভাবে শেষ হল উচ্চমাধ্যমিক- কবে বেরোবে ফলাফল!
উল্লেখ্য, চাকদহ থানার এবং আইপি ইস্টার্ন জোনের অফিসারদের সহযোগিতায় বুধবার নদিয়া জেলার চাকদহের বনমালী পাড়া এলাকার সুটরাঅঞ্চলে একটি বেআইনি ধূপকাঠির কারখানার স ন্ধান পাওয়া যায়।সেই কারখানায় হানা দিয়ে জানা যায় ব্যাঙ্গালোরের একটি নামী ব্র্যান্ডের ধুপকাঠি কোম্পানির নকল ধুপকাঠি তৈরি হচ্ছিল ওই কারখানায়। সূত্রের খবর, ইন্টেলিজেন্স ও চাকদা থানার সহযোগিতায় বুধবার দুপুর থেকে তল্লাশি চালানো হয়। এতে,অভিযুক্তের বাড়ি থেকে ,নকল ধূপকাঠি, ধূপকাঠি প্যাকেজিং এর প্যাকেট এবং কিছু র মেটিরিয়ালস পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।
এদিকে,অভিযুক্ত বিট্টু পাল বলেন, “এই সমস্ত ধূপকাঠি ত বিক্রির জন্য এনেছিলাম। যেহেতু লকডাউন পড়ে গিয়েছিল এবং বাজার থেকে কেনা যাচ্ছিল না ধূপকাঠি, সেই কারণেই বেশি করে ঘরে মজুত রাখা হয়েছিল।”এছাড়াও তিনি জানান যে তিনি কোন নকল জিনিস বিক্রি করেন না এবং কোন নামি কোম্পানির নাম ভাঙ্গিয়ে ধূপকাঠি বিক্রি করেন না।কিন্তু তবু অভিযুক্ত বিট্টু পালকে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গতেপ্তার করেছে।বর্তমানে, গোটা ঘটনার তদন্ত চাকদহ থানা ও আইপি ইস্টার্ন জোনের আধিকারিকরা বলে সূত্রের খবরে জানা গিয়েছে।