নদীয়ার রানাঘাট জি আর পি পুলিশের মানবিক উদ্যোগ। বিভিন্ন সময়ে পুলিশের ভুমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে মানুষের মুখে মুখে,আজ নদীয়ার রানাঘাট জি আর পি পুলিশের মানবিক উদ্যোগ ধরা পড়লো। মাঝে মধ্যে স্টেসন বা চলন্ত ট্রেনে অসৎ মানুষের শিকার হয় যাত্রীরা ,সর্বদা সময়ের সাথে যুদ্ধ করতে হয় সাধারণ মানুষের।কেউ অফিস,কেউ প্রয়োজনীয় কাজ সব কিছু সময়ের সাথে করতে হয় । এই ব্যাস্ততার সুযোগ কাজে লাগায় কিছু অসাধু উদ্দেশের মানুষ জন।
তাই মাঝেমধ্যেই ট্রেন যাত্রীদের খোয়া যায় মোবাইল ফোন।আবার কখনো মনের ভুলেও হারিয়ে যায় মোবাইল ফোন। তখন জি আর পি অফিসে এসে পুলিশের দারস্ত হয় যাত্রীরা। অনেক সময় অনেকে মনে করেও পুলিশে অভিযোগ জানিয়েও লাভ নেই। ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে থাকে সন্দেহ। কিন্তু এদিন সেই রেল পুলিশের মানবিক উদ্যোগ দেখা গেল নদীয়ার রানাঘাট জি আর পি অফিসে। এদিন ১৭টি মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরৎ দিল, হারিয়ে যাওয়া ব্যাক্তিদের।
প্রসঙ্গত শান্তিপুর ,গেদে, কৃষ্ণনগর লালাগোলা সহ বিভিন্ন স্টেশনে ভুলে বা অন্য কোন ভাবে খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল রানাঘাট জি আর পি পুলিশ। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল ফোন মালিকরা। এই ১৭জনের মধ্যে চাকদার এক ছাত্র সে জানায় ফোন ফেরৎ দিল রানাঘাট জি আর পি পুলিশ। এতে আমি খুশি শুধু তাই নয় পুলিশের মানবিক উদ্যোগ দেখে আমি মুগ্ধ হয়েছি।
আরও পড়ুন – পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা
উল্লেখ্য, বিভিন্ন সময়ে পুলিশের ভুমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে মানুষের মুখে মুখে,আজ নদীয়ার রানাঘাট জি আর পি পুলিশের মানবিক উদ্যোগ ধরা পড়লো। মাঝে মধ্যে স্টেসন বা চলন্ত ট্রেনে অসৎ মানুষের শিকার হয় যাত্রীরা ,সর্বদা সময়ের সাথে যুদ্ধ করতে হয় সাধারণ মানুষের।কেউ অফিস,কেউ প্রয়োজনীয় কাজ সব কিছু সময়ের সাথে করতে হয় । এই ব্যাস্ততার সুযোগ কাজে লাগায় কিছু অসাধু উদ্দেশের মানুষ জন। তাই মাঝেমধ্যেই ট্রেন যাত্রীদের খোয়া যায় মোবাইল ফোন।