নদীয়া – নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাজনঘাট গ্রামে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাজনঘাট এলাকায় একটি সরকারি কৃষি ফার্ম রয়েছে, যার ভেতরে বহুদিন ধরে ফাঁকা পড়ে থাকা জঙ্গলে ঘেরা কোয়ার্টার রয়েছে। সেই কোয়ার্টারের পরিত্যক্ত বাথরুম থেকেই শুক্রবার ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গরু চরাতে যাচ্ছিলেন, তখনই হঠাৎ অস্বাভাবিক গন্ধ পান। পরে গিয়ে দেখেন দড়িতে ঝুলছে একটি কঙ্কাল। এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। তবে এখনও পর্যন্ত কঙ্কাল উদ্ধার করেনি পুলিশ। সীমান্ত এলাকায় এমন রহস্যজনক কঙ্কাল উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
