উত্তর দিনাজপুর- এক নদীর ধার থেকে উদ্ধার হল এক মহিলার গলার নলি কাটা দেহ । শুক্রবার থেকেই ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে।ডালখোলার সুধানী নদীর ধার থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তিনি করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সন্ধের পর পুলিশে অভিযোগ জানিয়েছিল পরিবার। শনিবার সকালে নদীর ধার থেকে মৃতদেহ উদ্ধার হয় তাঁর।
যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে মহিলার বাড়ি প্রায় দেড় কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতদেহে অনেক ক্ষতচিহ্ন দেখেছেন তাঁরা। তাই অনুমান করছেন, তাঁকে ধর্ষণ করেই খুন করে নদীর ধারে ফেলে রেখে গেছে কেউ বা কারা। পুলিশ মনে করছে, শ্বাসরোধ করে খুনের পর গলার নলি কাটা হয়েছে মহিলার। আপাতত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার অপেক্ষায় পুলিশ।
